Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

ভোটের আগেই পূর্ব বর্ধমানে উদ্ধার সুতুলি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

সুজাতা মেহরা
  • পূর্ব বর্ধমান,
  • 18 Mar 2021,
  • Updated 7:26 PM IST
  • 1/5

নির্বাচনের প্রাক্কালে সুতুলি বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানের (East Burdwan) বড় নীলপুর এলাকায়। (সুজাতা মেহরার রিপোর্ট)

  • 2/5

জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় সুকান্তপল্লীর এক বাসিন্দা জঙ্গলে প্রাতঃকৃত্য সারতে গিয়ে একটি ডিমের পেটি দেখতে পান। সন্দেহ হওয়ায় এলাকাবাসীকে খবর দেনে তিনি।

  • 3/5

খবর যায় বর্ধমান থানাতেও। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর পুলিশ পেটি খুলতেই নজরে আসে বোমাগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। মোট ৩৪টি বোমা ছিল বলে জানা গেছে।

  • 4/5

এলাকার এক বাসিন্দার অভিযোগ, যেখানে বোমাগুলি পাওয়া গিয়েছে সেখানে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে। মদের ও জুয়ার আসর বসে। এলাকার লোক প্রতিবাদ করলে তাঁদের উপরেও অত্যাচার হয়।

  • 5/5

এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি। পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তারা। একইসঙ্গে ঘটনায় উপযুক্ত তদন্তের দাবিও জানিয়েছে শাসক-বিরোধী শিবির। 

Advertisement
Advertisement