Advertisement

অষ্টম দফায় কোটিপতির লড়াই, BJP-কে হারাল TMC

দেখতে দেখতে রাজ্যে আটদফার ভোটপর্বের ষষ্ঠ দফা ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। বাকি রয়েছে আর ২ দফা। রাত পোহালেই সপ্তম দফার ভোট। তার প্রস্তুতি এখন তুঙ্গে। এরপরে অষ্টম তথা শেষ দফার ভোট। ভোটযঙ্কের একদম শেষ দফায় মালদা, বীরভূম এবং কলকাতা উত্তরের মোট ৩৫টি আসনে ভোট রয়েছে। অষ্টম দফায় একেবারে খাস কলকাতায় ভোট। তাই মানুষের উৎসাহও বেশি। এরমধ্যে একটি বিষয় সবচেয়ে নজর কেড়েছে। তা হল কোটিপতি প্রার্থী। শেষদফার ভোটপর্বে যেন কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি।

অষ্টম দফায় মোট কোটিপতি প্রার্থী ৫৫ জন
সুমনা সরকার
  • কলকাতা,
  • 25 Apr 2021,
  • अपडेटेड 4:08 PM IST
  • অষ্টম দফায় মোট কোটিপতি প্রার্থী ৫৫ জন
  • এর মধ্যে অর্ধেকেরও বেশি তৃণমূল
  • গেরুয়া শিবির লড়াইয়ে অনেকটাই পিছিয়ে

দেখতে দেখতে রাজ্যে আটদফার ভোটপর্বের ষষ্ঠ দফা ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। বাকি রয়েছে আর ২ দফা। রাত পোহালেই সপ্তম দফার ভোট। তার প্রস্তুতি এখন তুঙ্গে। এরপরে অষ্টম তথা শেষ দফার ভোট। ভোটযঙ্কের একদম শেষ দফায় মালদা, বীরভূম এবং কলকাতা উত্তরের মোট ৩৫টি আসনে ভোট রয়েছে। অষ্টম দফায় একেবারে খাস কলকাতায় ভোট। তাই মানুষের উৎসাহও বেশি। এরমধ্যে একটি বিষয় সবচেয়ে নজর কেড়েছে। তা হল কোটিপতি প্রার্থী। শেষদফার ভোটপর্বে যেন কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি। অষ্টম দফায় সব দল মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮৩ জন প্রার্থী। এর মধ্যে দেখা যাচ্ছে ৫৫ জনই কোটিপতি। তার মধ্যে আবার ২৮ জনই তৃণমূল কংগ্রেস শিবিরের।

পরেশের সঙ্গে দ্বন্দ্বে হিমশিম দল,২১-এ কল্যাণের কাছে গোল খাবেন সাধন?

কোন দলে কত ধনী
নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় উল্লেখ্য তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে মোট কোটিপতি প্রার্থীর সংখ্যা ৫৫ জন। তৃণমূলের হয়ে ভোটে লড়া ৪৫ জনের মধ্যে ২৮ জনই কোটিপতি। সেদিক থেকে রাজ্যের শাসক শিবিরের থেকে অনেকটাই পিছিয়ে ভারতীয় জনতা পার্টি। কমিশনের পেশ করা তথ্য অনুযায়ী গেরুয়া শিবিরের ১২জন প্রার্থী কোটিপতি। বিজেপির থেকে আবার আরও পিছিয়ে কংগ্রেস। পদ্ম শিবিরের অর্ধেক কোটিপতি প্রার্থী রয়েছে কংগ্রেসে। এছাড়া সিপিএমের একজন প্রার্থী কোটিপতি। এমনকি বিএসপি, এসইউসিআই ও নির্দলের প্রার্থীর নামও রয়েছে কোটিপতির তালিকায়৷

করেছিলেন মমতাকেও চ্যালেঞ্জ , এবার গড় রাখতে পারবেন পরেশ?

সেরার সেরা কে?
কোটিপতির তালিকায় বিজেপিকে তৃণমূল পিছিয়ে ফেললেও ধনীদের মধ্যে সেরার সেরার মুকুট কিন্তু জিতেছে গেরুয়া শিবিরই। অষ্টম দফায় সব থেকে ধনী প্রার্থীর খেতাব গিয়েছে তাপসকুমার যাদব ওরফ আনন্দ যাদবের পকেটে। এবারের ভোটে  বীরভূমের নলহাটি থেকে প্রতিদ্বন্বিতা করছেন তাপসকুমার যাদব। নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে তিনি জানিয়েছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ  ৩৪ কোটি ৬০ লক্ষ টাকার বেশি৷

Advertisement

লোকসভায় এগিয়ে BJP, খেলা ঘোরাবেন অজিত পাঁজার পুত্রবধূ?

তালিকায় রয়েছেন তৃণমূলের বিবেকও
প্রথম না হতে পারলেও ধনীদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিবেক গুপ্ত। জোড়াসাঁকো বিধানসভার তৃণমূল প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩২ কোটি৷ অষ্টম দফায় তালিকায় তৃতীয় স্থানটিও দখল করেছেন এক ঘাসফুল প্রার্থী। হাঁসনের তৃণমূল প্রার্থী  ডাঃ অশোককুমার চট্টোপাধ্যায়য় তাঁর মোট সম্পত্তির পিরমাণ দেখিয়েছেন ১৪ কোটি টাকার বেশি।

৭ বার কাউন্সিলর হয়েও প্রথমবার বিধানসভা ভোটে, কেমন লড়বেন ববির ডেপুটি?

আরও যারা তালিকায়
সম্পত্তির পরিমাণ বেড়েছে চৌরঙ্গির তৃণমূল প্রার্থঈ নয়না বন্দ্যোপাধ্যায়েরও। গত বিধানসভা ভোটের সময়  দেওয়া হিসেব অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ছিল দু’কোটি টাকা। ৫ বছরে সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ৭ কোটি টাকা। নিজের সম্পত্তি বাড়িয়েছেন বেলেঘাটার বিজেপি প্রার্থী পরেশ পালও। ২০১৬ বিধানসভায় পরেশবাবু জানিয়েছিলেন তাঁর সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকা। ৫ বছরে তা ৩কোটি টাকা বেড়ে হয়েছে ৪ কোটি।  সম্পত্তি বেড়েছে এন্টালির তৃণমূলপ্রার্থী স্বর্ণকমল সাহারও। গত বিধানসভা ভোটে তিনি সম্পত্তির পরিমাণ জানিয়েছিলেন  ছ’ কোটি টাকা। গত ৫ বছরের ৪কোটি টাকা বেড়েছে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি। নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় এবার নিজের সম্পত্তির পরিমাণ  ১০ কোটি দেখিয়েছেন স্বর্ণকমল সাহা।

সপ্তম দফায় কোটিপতির সংখ্যা
এদিকে রাত পোহালেই সপ্তম দফার ভোট। এই দফার নির্বাচনে ২৩  শতাংশ প্রার্থী কোটিপতি ৷ এঁদের মধ্যে ৫  শতাংশ প্রার্থীর সম্পদ ৫ কোটি ও তারও বেশি ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্ট এই তথ্য প্রকাশ্যে এসেছে।  জানা গিয়েছে, সপ্তম দফার ২৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাঁদের মধ্যে তৃণমূলের ২৬ জন কোটিপতি। বিজেপির কোটিপতি প্রার্থীর সংখ্যা ১৩। এর পেছনেই রয়েছে কংগ্রেস। কোটিপতি প্রার্থীর সংখ্যা ১১। এছাড়া সিপিএমের ১ জন কোটিপতি প্রার্থী রয়েছেন। নির্দলদের মধ্যএ ৬ জন কোটিপতি রয়েছেন। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement