Advertisement

West Bengal Election 2021: অ্যাম্বুল্যান্স দেখে বক্তব্য থামালেন অভিষেক, কিন্তু এ কী !

শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে এক সভায় বক্তব্য রাখছিলেন এলাকায় সাংসদ তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় রাস্তার দিয়ে পরপর কয়েকটি অ্যাম্বুল্যান্স যেতে দেখেন তিনি। অ্যাম্বুল্যান্স দেখে খুব স্বাভাবিক ভাবেই নিজের বক্তব্য থামিয়ে দেন অভিষেক। কিন্তু চতুর্থ কিংবা পঞ্চম অ্যাম্বুল্যান্সটির সময় তিনি খেয়াল করেন সেটি ফাঁকা।

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়
পৌলমী সাহা
  • ডায়মন্ডহারবার,
  • 02 Apr 2021,
  • अपडेटेड 10:33 PM IST
  • সভা চলাকালীন অ্যাম্বুল্যান্স
  • বক্তব্য থামালেন অভিষেক
  • অ্যাম্বুল্যান্সের ভিতরে ফাঁকা

সভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হঠাৎই রাস্তায় সারিবন্ধ অ্যাম্বুল্যান্স। যার জেরে বক্তব্য থামালেন তিনি, কিন্তু তারপর দেখলেন একটি অ্যাম্বুল্যান্স ফাঁকা। তিনি জিজ্ঞাসা করলে অ্যাম্বুল্যান্সটি ফাঁকা কেন? ঠিক সেই সময় জনতার ভিড় থেকে আওয়াজ উঠল, এটা বিজেপির চালাকি। তাঁকে বিভ্রান্ত করতেই এই পরিকল্পনা। শুক্রবার এমনই এক অদ্ভূত ঘটনার সাক্ষী থাকল ডায়মন্ডহারবার (Diamond Harbour)।

এদিন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে এক সভায় বক্তব্য রাখছিলেন এলাকায় সাংসদ তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় রাস্তার দিয়ে পরপর কয়েকটি অ্যাম্বুল্যান্স যেতে দেখেন তিনি। অ্যাম্বুল্যান্স দেখে খুব স্বাভাবিক ভাবেই নিজের বক্তব্য থামিয়ে দেন অভিষেক। কিন্তু চতুর্থ কিংবা পঞ্চম অ্যাম্বুল্যান্সটির সময় তিনি খেয়াল করেন সেটি ফাঁকা। যার জেরে কৌতুহলের বশে অভিষেক জিজ্ঞাসা করেন অ্যাম্বুল্যান্সটি ফাঁকা কেন? সেটি কি কোনও রোগীকে আনতে যাচ্ছে?

"পাপ বিদায় হয়েছে, হাওড়ায় সব আসনেই জিতব", দাবি অরূপ রায়ের

অভিষেকের এই প্রশ্নের পর উপস্থিত জনতার মধ্য থেকে উত্তর আসে, এটা বিজেপির চালাকি। তাঁকে বিভ্রান্ত করতে এবং তাঁর কথা থামিয়ে দিতে এই পন্থা অবলম্বন করেছে বিজেপি। এরপরেই অভিষেক বলেন, "আমরা বিজেপি বা সিপিএম-এর অ্যাম্বুল্যান্স বলতে পারি না। অ্যাম্বুল্যান্স অ্যাম্বুল্যান্সই হয়। তাদের যেতে দিন। রাস্তা করে দিন।" অভিষেক আরও বলেন, "এই ধরনের ঘটনা আমায় বিভ্রান্ত করে না। আমি এখানে ২ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারি। আমার হাতে অনেক সময় আছে।" গোটা ঘটনাকে ঘিরে সেই সময় এক অদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় সভাস্থলে। 

প্রসঙ্গত ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে অন্তর্গত ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া ও বিষ্ণুপুরে আগামী ৬ তারিখ হবে ভোটগ্রহণ। মহেশতলা, বজবজ ও মেটিয়াব্রুজে নির্বাচন হবে চতুর্থ দফায়। তার জন্য দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement