scorecardresearch
 

Tamil Nadu Assembly Election 2021: জাল্লিকাট্টু নিয়ে একযোগে কংগ্রেস-ডিএমকেকে নিশানা মোদীর

নরেন্দ্র মোদী বলেন, '২০১৬ সালে কংগ্রেস নিজেদের নির্বাচনী ইস্তাহারে জাল্লিকাট্টুর ওপরে নিষেধাজ্ঞার কথা বলেছিল। কিন্তু আমাদের সরকার তামিল সংস্কৃতিকে সম্মান জানায় এবং এটা জারি রাখে।

Advertisement
নরেন্দ্র মোদী (ছবি-পিটিআই) নরেন্দ্র মোদী (ছবি-পিটিআই)
হাইলাইটস
  • 'ডিএমকে - কংগ্রেসের কাছে কোনও এজেন্ডা নেই'
  • 'ইউপিএ সরকারই জাল্লিকাট্টুর ওপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল'
  • মাদুরাইতে আক্রমণ নরেন্দ্র মোদীর

জাল্লিকাট্টু নিয়ে ডিএমকে ও কংগ্রেসকে একযোগে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার তামিলনাডুর মাদুরাইতে (Madurai) এক নির্বাচনী সভায় মোদী বলেন, 'দক্ষিণ তামিলনাডুর ( Tamil Nadu) সংস্কৃতি নিয়ে গোটা দেশ গর্ব করে। ডিএমকে - কংগ্রেসের কাছে কোনও এজেন্ডা নেই। মানুষ মূর্খ নন। ডিএমকে ও কংগ্রেস নিজেদের তামিল সংস্কৃতির রক্ষক বলে। কিন্তু সত্যিটা আসলে আলাদা। ইউপিএ সরকারই জাল্লিকাট্টুর ওপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল। 

নরেন্দ্র মোদী বলেন, '২০১৬ সালে কংগ্রেস নিজেদের নির্বাচনী ইস্তাহারে জাল্লিকাট্টুর ওপরে নিষেধাজ্ঞার কথা বলেছিল। কিন্তু আমাদের সরকার তামিল সংস্কৃতিকে সম্মান জানায় এবং এটা জারি রাখে। মোদীর আরও কটাক্ষ, 'মিথ্যা প্রচারে শিল্প সৃষ্টি করেছে কংগ্রেস ও ডিএমকে।' 

প্রধানমন্ত্রী বলেন, 'এই মাটি গান্ধীজিকে প্রভাবিত করেছিল। এই মাটি থেকেই অনেক মহাপুরুষকে পেয়েছে দেশ। কয়েক দশক আগে গুজরাতের সৌরাষ্ট্র থেকে শত শত মানুষ এখানে এসেছিলেন। মাদুরাইয়ের মানুষজন তাদের মন থেকে স্বাগত জানান এবং এখানে জায়গা দেন। মাদুরাই এক ভারত-শ্রেষ্ঠ ভারতের প্রতিনিধিত্ব করে।' 

মোদী আরও বলেন, 'মাদুরাইয়ের মানুষ সবসময়ই এমজিআরকে সমর্থন দিয়েছেন। এমজিআর এই জায়াগা থেকে জিতেই তামিলনাডু ও দেশের জন্য কাজ করেন। তামিলনাডুতে বিনিয়োগ বৃদ্ধি এবং পরিকাঠামো ও কৃষিতে উন্নয়নের চেষ্টা করছে এনডিএ সরকার।' তিনি আরও বলেন, 'এবারের বাজেটে মাদুরাইয়ের জন্য অনেক কিছু দেওয়া হয়েছে। দক্ষিণ তামিলনাডুর জন্য বড় প্রকল্প অনুমোদিত হয়েছে।' এখানকার পর্যটনের উন্নয়নের দিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান মোদী। 

প্রধানমন্ত্রী জানান,'তামিলনাডুতে ১৬ লক্ষের বেশি জলের সংযোগ দেওয়া হয়েছে। সরকার জল জীবন মিশনের মাধ্যমে সমস্ত বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আগামী কয়েক বছরের মধ্যে টেক্সটাইল পার্ক তৈরি হবে, ইতিমধ্যে বাজেটে যার রূপরেখাও তৈরি হয়ে গিয়েছে।' 

Advertisement

 

Advertisement