Advertisement

' কনভয়কাণ্ড থেকে শিক্ষা', শাহের সভা নিয়ে চিন্তায় বিজেপি

জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার (Convoy Attack) পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য় সফরে নিরাপত্তার বিষয়টিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি (BJP)। আগামী ১৯ ও ২০ তারিখ পশ্চিমবঙ্গ সফরে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে কর্মী বৈঠক করবেন তিনি। জেপি নাড্ডার কনভয়ের হামলার মতো কোনও ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য নিরাপত্তার দিকটি বিশেষ ভাবে দেখছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে আগে সোমবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সংলগ্ন এলাকার একটি হোটেলে প্রস্তুতি বৈঠকও সেরে ফেললেন দলের নেতারা। 

অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
শাজাহান আলী
  • পশ্চিম মেদিনীপুর,
  • 14 Dec 2020,
  • अपडेटेड 7:08 PM IST
  • অমিত শাহের সফরের আগে বৈঠক বিজেপির
  • বৈঠক সারলেন ৪ জেলার নেতারা
  • কনভয়কাণ্ডের পর শাহের সভা নিয়ে চিন্তায় বিজেপি

জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার (Convoy Attack) পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য় সফরে নিরাপত্তার বিষয়টিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি (BJP)। আগামী ১৯ ও ২০ তারিখ পশ্চিমবঙ্গ সফরে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে কর্মী বৈঠক করবেন তিনি। জেপি নাড্ডার কনভয়ের হামলার মতো কোনও ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য নিরাপত্তার দিকটি বিশেষ ভাবে দেখছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে আগে সোমবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সংলগ্ন এলাকার একটি হোটেলে প্রস্তুতি বৈঠকও সেরে ফেললেন দলের নেতারা। 

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো৷ দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শিব প্রকাশ ৷ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বীরভূমের জেলা স্তরের নেতারা। এই বিষয়ে জ্যোতির্ময় সিং মাহাতো জানান, "স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যসফর। গত মাসেও বাঁকুড়া ও কলকাতাতে ওনার কর্মসূচি ছিল। এবার মেদিনীপুর ও বীরভূমে ওনার কর্মসূচি রয়েছে। সেই সব নিয়েই আমাদের সাংগঠনিক বৈঠক। এই জোনের সমস্ত নেতারা রয়েছেন। দুদিনের সফরসূচির পুরো রূপরেখা তৈরি হচ্ছে।" তবে অনেকটাই সাবধান থাকতে হচ্ছে বলে জানান তিনি। এর কারণ হিসেবে তিনি বলেন, "এখানে একটি সন্ত্রাসের সরকার চলছে। এই সরকার পাকিস্তানের হাফিজ সইদ অথবা বাংলাদেশের মুজাহিদিনের মতো সংগঠন নিয়ে চলে। এদের মতোই এই রাজনৈতিক দলের আচরণ। গণতন্ত্রে এরকম কোথাও দেখা যায় না যে কোন জাতীয় স্তরের নেতা এলে তাঁর উপর পাথর মারা হয়, গুলি করা হয়। তৃণমূল কংগ্রেসের সরকার ও তাদের সংগঠন দুটোই জেহাদিদের মতো হয়ে গেছে। এদের আচরণও সন্ত্রাসবাদি সংগঠনের মত। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্য থেকে এদের সরাবো।" সেক্ষেত্রে আগামী নির্বাচনে কীভাবে লড়াই করা হবে সেই বিষয়েই স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে বলে জানান এই বিজেপি সাংসদ।

Advertisement

প্রসঙ্গত, গত সপ্তাহেই ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে হামলা হয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে। অভিযোগ, পাথরের আঘাতে ভেঙে যায় একাধিক গাড়ির কাঁচ। সেই ঘটনাতে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। রাজ্য সরকারের সমালোচনায় সরব হন রাজ্যপাল। ঘটনায় সক্রিয় হয় দিল্লিও। এবার তাই অমিত শাহের রাজ্য সফর ঘিরে বাড়তি সতর্ক গেরুয়া শিবির।   
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement