Advertisement

BJP-কে বাংলায় এনেছিলেন মমতা, এখন তিনিই ভয় পাচ্ছেন ! কটাক্ষ অধীরের

বাংলায় বিজেপি (BJP)কে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। আর এখন তিনিই তাদের ভয় পাচ্ছেন! রবিবার মুর্শিদাবাদের ডোমকলে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ করলেন কংগ্রেস (Congress) নেতা অধীর চৌধুরি (Adhir Chowdhury)।

কংগ্রেস নেতা অধীর চৌধুরি। ছবি সৌজন্য: ফেসবুক
গোপাল ঠাকুর
  • ডোমকল,
  • 24 Jan 2021,
  • अपडेटेड 8:05 PM IST
  • বাংলায় বিজেপিকে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়
  • আর এখন তিনিই তাদের ভয় পাচ্ছেন
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি

বাংলায় বিজেপি (BJP)কে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। আর এখন তিনিই তাদের ভয় পাচ্ছেন! রবিবার মুর্শিদাবাদের ডোমকলে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ করলেন কংগ্রেস (Congress) নেতা অধীর চৌধুরি (Adhir Chowdhury)।

এদিন বেকারদের কর্মসংস্থান, কৃষকবিরোধী কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবং রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লক কংগ্রেসের ডাকে মহামিছিল ও জনসভায় যোগ দেন লোকসভায় কংগ্রেসের দলনেতা, বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)। বিকেল তিনটে নাগাদ ডোমকলের গঙ্গাদাসপাড়া থেকে পদযাত্রা শুরু করে জনকল্যাণ ময়দানে সভায় যোগ দেন অধীরবাবু।

সভায় তিনি বলেন, রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে প্রত্যেক বেকারকে নূন্যতম অর্থসাহায্য করা হবে, তাঁরা কাজ পাওয়ার আগে পর্যন্ত।প ঞ্চায়েত ও পুরভোটে ডোমকলে সাধারণ ভোটারদের অধিকার ক্ষুন্ন করেছেন মুখ্যমন্ত্রী-সহ শাসকদলের পুলিশ। তার তীব্র সমালোচনা করেন।

অন্যদিকে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় কাটমানির টাকা না দিতে পারায় পিটিয়ে খুনের ঘটনার তীব্র নিন্দা করেন। নাগরিকত্ব আইন নিয়েও তিনি কেন্দ্রের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আমি আমার বাবা-মা সবাই বাংলাদেশী। তাহলে আমাকে আগে ভারত থেকে তাড়িয়ে দেখাক। রাজ্যে প্রথম বিজেপি নিয়ে এসেছেন মমতা বন্দোপাধ্যায়। এখন তিনিই বিজেপিকে ভয় পাচ্ছেন।

কেন্দ্র সরকারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সামনে  'জয় শ্রীরাম' শ্লোগান দেওয়ার ঘটনার কড়া নিন্দা করলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে। শনিবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরাক্রম দিবস উদযাপনে মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশের আগে ওই স্লোগান ওঠে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

অধীর এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। লোকসভায় কংগ্রেসের দলনেতা বহরমপুরের সাংসদ, অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, এ ঘটনার প্রশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী তাঁর নিজের পদের অবমাননা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা একজন সম্মানীয় মহিলাকে অপমান করা মোটেই উচিৎ নয়।

Advertisement

তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ আছে৷ তাই বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করা মেনে নেওয়া যায় না। ঐ স্লোগানে রামের প্রতি সম্মান প্রদর্শনের বদলে বাংলার সংস্কৃতির উপর সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে বলেও দাবি করেন তিনি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement