Advertisement

মেদিনীপুরে দিলীপ ঘোষের 'পরিবর্তন যাত্রা', প্রায় ফাঁকা রাস্তায় এগোলো বিজেপির বাস

রাজ্যে একের পর এক 'পরিবর্তন যাত্রা'র (Parivartan Yatra) সূচন করছে বিজেপি। শনিবার মেদিনীপুর (Midnapore) শহর থেকে 'পরিবর্তন যাত্রা' শুরু করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ যাত্রা শুরুর পর মেদিনীপুর শহর সংলগ্ন কেরানীচটি এলাকায় পরিবর্তন যাত্রার বাস কিছুক্ষণের জন্য দাঁড়ায় ৷ সেখানে ছোট সভা মঞ্চ করা থাকলেও বাস থেকে নামেননি দিলীপ ঘোষ ৷ বাসের ছাদে দাঁড়িয়ে বক্তব্য রেখেই শালবনীর পথে রওনা দেন তিনি ৷

দিলীপ ঘোষ
শাজাহান আলী
  • মেদিনীপুর,
  • 13 Feb 2021,
  • अपडेटेड 2:47 PM IST
  • 'পরিবর্তন যাত্রা'য় দিলীপ ঘোষ
  • মেদিনীপুরে 'পরিবর্তন যাত্রা'য় নেই তেমন ভিড়
  • কেরানীচটিতে বাস থেকে না নেমেই ভাষণ দিলীপের

রাজ্যে একের পর এক 'পরিবর্তন যাত্রা'র (Parivartan Yatra) সূচন করছে বিজেপি। শনিবার মেদিনীপুর (Midnapore) শহর থেকে 'পরিবর্তন যাত্রা' শুরু করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ যাত্রা শুরুর পর মেদিনীপুর শহর সংলগ্ন কেরানীচটি এলাকায় পরিবর্তন যাত্রার বাস কিছুক্ষণের জন্য দাঁড়ায় ৷ সেখানে ছোট সভা মঞ্চ করা থাকলেও বাস থেকে নামেননি দিলীপ ঘোষ ৷ বাসের ছাদে দাঁড়িয়ে বক্তব্য রেখেই শালবনীর পথে রওনা দেন তিনি ৷ তবে শুক্রবার সন্ধ্যায় এই পরিবর্তন যাত্রার বাস মেদিনীপুর শহরে প্রবেশের সময় তেমন লোক ছিল না৷ শুভেন্দু অধিকারী ও ভারতী ঘোষ এই বাস নিয়ে শহরে প্রবেশ করার সময় রাস্তা একপ্রকার ফাঁকাই ছিল। এমনকি শনিবারও তেমন ভিড় দেখা যায়নি মেদিনীপুর শহর থেকে কেরানীচটি এলাকা পর্যন্ত ৷ 

এদিন দিলীপ বলেন, মেদিনীপুর থেকে যাত্রা বেরিয়েছে। এর একটাই উদ্দেশ্য, 'পশ্চিমবঙ্গে যে অপশাসন, দুর্নীতি আর হিংসার রাজত্ব চলছে তা বদলে বাংলার সার্বিক পরিবর্তন করা। জঙ্গলমহলের লালগড় থেকে এই যাত্রা বেরিয়েছে। যেখান থেকে লড়াই করেই পরিবর্তন শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে। এই জঙ্গলমহলের মানুষ, আদিবাসী উপজাতি, গরিব চাষিরা বহু বছর ধরে তাঁদের ওপরে চলা অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে আসছেন। আমরা মাওবাদী আন্দোলন, ঝারখন্ড আন্দোলন, নকশাল আন্দোলন দেখেছি। এখানকার মানুষ কিছু পায়নি । তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এই পরিবর্তন যাত্রা বের করা হয়েছে। তাই আপনারা বিশ্বাস রাখুন এই 'পরিবর্তন যাত্রা'র মধ্যে দিয়ে বাংলার পরিবর্তন ঘটিয়ে আপনাদের অধিকার ফিরিয়ে দেবে বিজেপি।' 

অন্যদিকে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বোলপুর থেকে কীর্ণাহার পর্যন্ত বিজেপির 'পরিবর্তন যাত্রা'। বিজেপির 'পরিবর্তন যাত্রা' বানচাল করতেই বামেদের নবান্ন অভিযানে লোক পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'পরিবর্তন যাত্রা'য় যোগ দিয়ে একটি সংবাদ মাধ্যমে এমনই দাবি করেন বিজেপি নেত্রী। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement