Advertisement

করোনার জের! সামসেরগঞ্জ-জঙ্গিপুরে ভোট আবার স্থগিত

করোনা আবহে ফের স্থগিত সামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। কিছুক্ষণ আগেই এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দেশের মোট তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে কমিশন। করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পরেই পুনরায় তারিখ দেওয়া হবে কমিশনের পক্ষ থেকে।

নির্বাচন কমিশন
গোপাল ঠাকুর
  • মুর্শিদাবাদ,
  • 03 May 2021,
  • अपडेटेड 9:40 PM IST
  • সামসেরগঞ্জ-জঙ্গিপুরে ভোট আবার স্থগিত
  • করোনার জেরে এই সিদ্ধান্ত
  • সিদ্ধান্ত নিল কমিশন

করোনা আবহে ফের স্থগিত সামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। কিছুক্ষণ আগেই এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দেশের মোট তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে কমিশন। করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পরেই পুনরায় তারিখ দেওয়া হবে কমিশনের পক্ষ থেকে।

। দুই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীদের করোনায় মৃত্যু হওয়ায় নির্বাচন পিছিয়ে দেয় কমিশন। আগামী ২৬ এপ্রিল এই দুই কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৬ মে এই দুই কেন্দ্রে ভোট গ্রহণ হবে। কিন্তু এখনও সেটাও স্থগিত রেখেছে কমিশন। প্রথমে যদিও ১৩ই মে নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়। কিন্তু  ১৩ মে ঘটনাচক্রে ঈদ। সেই দিন ভোট দিতে যেতে নারাজ সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ। সোশাল মিডিয়ায় এ নিয়ে ভোট বয়কটের হুমকিও দিয়েছেন অনেকে। পরে তা পরিবর্তন  করে ১৬ তারিখ করা হয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আট দফার সপ্তম দফায় সামসেরগঞ্জে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। অন্যদিকে, জঙ্গিপুর কেন্দ্রেও ২৬ এপ্রিলই ভোট হওয়ার কথা ছিল। এই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী তথা আরএসপির লোকাল কমিটির সম্পাদক প্রদীপ নন্দীর ১৬ এপ্রিল মৃত্যু হয়। আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত এই দুই কেন্দ্রের নির্বাচন।

অন্যদিকে, নতুন সরকারের আগে প্রথা মেনে করতে হয় পদত্যাগ। তাই সেই প্রথামতো এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল বেশ কিছু ছবি শেয়ার করেছেন। আগামী বুধবার শপথগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ৬ তারিখ বাকি মন্ত্রীরা শপথগ্রহণ করবেন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement