Advertisement

যেখানেই থাকি লড়ব ডোমজুড় থেকেই ! কাকে বার্তা রাজীবের ?

মন্ত্রিত্ব ছাড়লেও নিজের কেন্দ্র ছাড়ছেন না। ডোমজুড় (Domjur) থেকেই ভোটে দাঁড়াবেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। মঙ্গলবার হাওড়া (Howrah)র এক অনুষ্ঠানে এমনই জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী (Former Minister), তৃণমূল বিধায়ক (TMC MLA)। তবে কোন দলের হয়ে লড়বেন, সে ব্যাপারে খোলসা করেননি কিছু।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়
সুমন আদক
  • হাওড়া,
  • 26 Jan 2021,
  • अपडेटेड 5:46 PM IST
  • মন্ত্রিত্ব ছাড়লেও নিজের কেন্দ্র ছাড়ছেন না
  • ডোমজুড় থেকেই ভোটে দাঁড়াবেন রাজীব বন্দ্যোপাধ্যায়
  • মঙ্গলবার হাওড়ার এক অনুষ্ঠানে এমনই জানালেন তিনি

মন্ত্রিত্ব ছাড়লেও নিজের কেন্দ্র ছাড়ছেন না। ডোমজুড় (Domjur) থেকেই ভোটে দাঁড়াবেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। মঙ্গলবার হাওড়া (Howrah)র এক অনুষ্ঠানে এমনই জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী (Former Minister), তৃণমূল বিধায়ক (TMC MLA)। তবে কোন দলের হয়ে লড়বেন, সে ব্যাপারে খোলসা করেননি কিছু।

তিনি আরও বলেন, "ডোমজুড়ে (Domjur)-র বাইরে বাংলার কোথাও ভোটে দাঁড়াব না। ডোমজুড়েই ভোটে দাঁড়াব।" মঙ্গলবার দেশের ৭২তম সাধারণতন্ত্র দিবসে হাওড়ার শলপে এক রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের এ কথা বলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।

এদিন তিনি বলেন, "আজ সাধারণতন্ত্র দিবস, অত্যন্ত শুভ দিন, পুণ্য দিন। সাধারণতন্ত্র দিবসের এই অনুষ্ঠানকে সাক্ষী রেখেই বলে দিচ্ছি, আমার মানুষের সঙ্গে এতো গভীর সম্পর্ক আছে। আমি ডোমজুড়ের বাইরে বাংলার কোথাও দাঁড়াব না। ডোমজুড় (Domjur)-এই দাঁড়াব।"

তবে সেটা কোন দলের হয়ে তা তিনি বলেননি। ৩১ জানুয়ারি ডুমুরজলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তিনি যোগ দেবেন কিনা, এই প্রশ্নের উত্তরে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বলেন, "আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই। আমি ঈশ্বরকে বিশ্বাস করি। আমি মানুষকে বিশ্বাস করি। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন।"

রাজীববাবু আরও বলেন, "আমি দলের সাধারণ কর্মীকে অস্বীকার করি? আমি মনে করি বাকিরা সবাই দলের নেতৃত্ব। ওঁর সঙ্গে (পড়ুন রাজ্যের মন্ত্রী অরূপ রায়) দূরত্ব কোথায় ছিল বা দূরত্ব কম হয়েছে কিনা, আমি জানি না। আমি রাজনীতি করি মানুষের স্বার্থে। উনি অসুস্থ রয়েছেন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। উনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন। মানুষের হয়ে কাজ করুন।"

কল্যাণ বন্দোপাধ্যায়ের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বলেন, "আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ। অত্যন্ত ক্ষুদ্র কর্মী। উনি অনেক মহান নেতা। মহান মানুষ। ওনার কথার জবাব দেওয়ার মতো ক্ষমতা আমি এখনো অর্জন করতে পারিনি।"

Advertisement

রাজীববাবু আরও বলেন, "কেউ বলতে পারবেন না বিশেষ করে ডোমজুড়ের মানুষ, রাজীববাবুকে রাস্তায় দেখেননি বা কোনদিনও দেখা যায়নি। সবসময় রাস্তায় নেমেছি। আমফান থেকে শুরু করে কোভিড পরিস্থিতিতে রাস্তায় নেমেছি। আজকে যারা বড় বড় কথা বলছেন, সেদিন কাউকেই দেখা যায়নি।

এরপর তিনি আরও বলেন, সেদিন ডোমজুড়ের মানুষ দেখেছেন কাকে রাস্তায় দেখা গিছে। সেই উত্তর আমি দেব না। ডোমজুড়ের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক, আত্মিক সম্পর্ক। আগামী দিনে ডোমজুড়ের মানুষ বুঝিয়ে দেবেন কে তাদের পরিবারের সদস্য, আর কে বাইরের লোক?"

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement