Advertisement

'নিজেকে হিন্দু বলেই প্রচার করছেন মমতা', কৃতিত্ব মোদীর, কটাক্ষ অধীরের

বুধবার সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, "মোদীর বাংলা সফরের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও হিন্দু, হিন্দু বলতে হচ্ছে। এটাই তো মোদীর সফলতা। এখন মমতা দিদিকেও চণ্ডিপাঠ করতে হচ্ছে। মোদীর থেকেও অনেক বেশি বেশি প্রার্থনা করতে হচ্ছে।"

কংগ্রেস নেতা এও বলেন নরেন্দ্র মোদী যা চাইছিলেন মমতা সেটাই করে দেখালেন!
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Mar 2021,
  • अपडेटेड 7:57 PM IST
  • বিজেপির ধর্মীয় মেরুকরণের ফাঁদেই পা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
  • হিন্দু প্রমাণে সুর চড়ানো নিয়ে এমন মন্তব্যই করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি
  • কংগ্রেস নেতা এও বলেন নরেন্দ্র মোদী যা চাইছিলেন মমতা সেটাই করে দেখালেন

শেষমেষ কি বিজেপির ধর্মীয় মেরুকরণের ফাঁদেই পা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর চণ্ডীপাঠ ও নিজেকে হিন্দু প্রমাণে সুর চড়ানো নিয়ে এমন মন্তব্যই করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি। পশ্চিমবঙ্গের কংগ্রেস প্রধানের মতে বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে লড়াই করতে গিয়ে বার বার নিজেকে হিন্দু প্রমাণ করার চেষ্টা করেছেন মমতা। কংগ্রেস নেতা এও বলেন নরেন্দ্র মোদী যা চাইছিলেন মমতা সেটাই করে দেখালেন!

বুধবার সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, "মোদীর বাংলা সফরের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও হিন্দু, হিন্দু বলতে হচ্ছে। এটাই তো মোদীর সফলতা। এখন মমতা দিদিকেও চণ্ডিপাঠ করতে হচ্ছে। মোদীর থেকেও অনেক বেশি বেশি প্রার্থনা করতে হচ্ছে।" 

মঙ্গলবার নন্দীগ্রামে মমতা হুঁশিয়ারি দেন, তিনি হিন্দুর মেয়ে, অতএব তাঁর সঙ্গে হিন্দু কার্ড খেলে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ কেউ হিন্দু-মুসলমান করার চেষ্টা করছে। আমি হিন্দু ঘরের মেয়ে, চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বের হই। সব ধর্মের মানুষ নিজের ধর্মকে সম্মান করেন। আমায় হিন্দু ধর্ম শেখাচ্ছে? ধর্ম নিয়ে খেলবেন? খেলা হবে? কবে খেলবেন?" এরপরই তিনি টানা চণ্ডীপাঠ করেন কিছুক্ষণ। 

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিংহও মমতার এই দুর্গাস্তোস্ত্র পাঠের কটাক্ষ করেছেন। তিনি বলেন, “বাহ রে মোদী, আজ দিদি চণ্ডীপাঠ করছেন। বাহ রে মোদী, যেটা দিদি কোনও দিন করেননি, নির্বাচনের জন্য সেটাও করছেন!”

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement