Advertisement

Sourav Ganguly: 'সৌরভ ফোন করেছিল, রাজনীতিতে ও নেই,' ফেসবুক পোস্ট অশোক ভট্টাচার্যের

অশোক ভট্টাচার্য তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, 'আজ দুপুরে সৌরভ ফোন করেছিল। ও জানালো, ওর সম্পর্কে যা লেখা হচ্ছে তা ঠিক না । রাজনীতিতে ও নেই । কথা প্রসঙ্গে শিলিগুড়ির খবর নিল । ব্রিগেডে আমাকে দেখা যায়নি কেন জানতে চাইল। বললাম ছিলাম মাঠে, মঞ্চে নয়। আমাকে আগাম শুভেচ্ছাও জানাল। কলকাতায় এলে ওর সাথে দেখা হবে বললাম।'

সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 04 Mar 2021,
  • अपडेटेड 10:32 PM IST
  • সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসার জল্পনা
  • অশোক ভট্টাচার্য ফেসবুক পোস্ট করে জানালেন সৌরভের বিষয়ে
  • রাজনীতিতে আসছেন না সৌরভ, জানালেন অশোক

আগামী রবিবার অর্থাত্‍ ৭ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জল্পনা চলছিল, ওই দিনই নাকি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ দিচ্ছেন বিজেপি-তে। থাকবেন সভাতেও। এহেন জল্পনার আবহেই সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য জানালেন, তাঁকে সৌরভ ফোন করেছিলেন। জানিয়ে দিয়েছেন, তিনি রাজনীতিতে নেই।

অশোক ভট্টাচার্য তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, 'আজ দুপুরে সৌরভ ফোন করেছিল। ও জানালো, ওর সম্পর্কে যা লেখা হচ্ছে তা ঠিক না । রাজনীতিতে ও নেই । কথা প্রসঙ্গে শিলিগুড়ির খবর নিল । ব্রিগেডে আমাকে দেখা যায়নি কেন জানতে চাইল। বললাম ছিলাম মাঠে, মঞ্চে নয়। আমাকে আগাম শুভেচ্ছাও জানাল। কলকাতায় এলে ওর সাথে দেখা হবে বললাম।'

আজ দুপুরে সৌরভ ফোন করেছিল । ও জানালো ওর সম্পর্কে যা লেখা হচ্ছে তা ঠিক না । রাজনীতি তে ও নেই । কথা প্রসঙ্গে শিলিগুড়ির খবর...

Posted by Asok Bhattacharya on Thursday, 4 March 2021

প্রসঙ্গত, সৌরভের খুবই ঘনিষ্ঠ রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য এর আগেও সৌরভের বাড়িতে গিয়ে তাঁকে পরামর্শ দিয়েছিলেন, রাজনীতিতে না ঢোকার বিষয়ে। সৌরভকে নিয়ে যখন গোটা দেশে নানা জল্পনা, তখন অশোক ভট্টাচার্যের থেকে সৌরভকে বারবারই পরামর্শ নিতে দেখা গিয়েছে। 

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'সৌরভকে নিয়ে যে খবর বানানো হচ্ছে, তাতে কোনও দম নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় এখনও পর্যন্ত কিছু বলেননি আর বিজেপিও ওঁকে কিছু বলেনি। যদি উনি আসেন তো ভাল। আমরা ওঁকে দলে স্বাগত জানাবো। কিন্তু এখনও পর্যন্ত সৌরভের সঙ্গে কোনও কথা হয়নি।'

মঙ্গববার দুপুরের দিকে হঠাত্‍ খবর ছড়ায়, রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট। সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় তো শুনেছি বিশ্রামে। শরীর ভালো হলে এই রোদে নেট প্র্যাকটিস বা ওয়ার্ম আপে যদি আসেন। মানুষ সেটাই চাইছেন। ওঁর যদি আবহাওয়া ভালো মনে হয়, তাহলে মাঠে নামবেন।

Advertisement

প্রসঙ্গত, সৌরভকে ঘিরে এমনও রটে, বাংলায় বিজেপি জিতলে ওঁকেই মুখ্যমন্ত্রী পদে বসাতে পারে গেরুয়া শিবির। সৌরভ অসুস্থ হওয়ার পর অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী দফায় দফায় খোঁজ নেন। তাতে আরও জল্পনা তুঙ্গে ওঠে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement