Advertisement

শুভেন্দু বিজেপিতেই যাচ্ছেন, বৈঠকের পরে মুখ খুললেন জিতেন্দ্র

বুধবারের শুভেন্দু অধিকারীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের বিষয়ে মুখ খুললেন আসানসোল পৌরনিগমের প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, সুনীল মন্ডল আমাদের দলের একজন নেতা। ওনার মা মারা গেছেন তাই দেখা করতে গেছিলাম। কাকতলীয় ভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়ে যায়।

জিতেন্দ্র তিওয়ারি। নিজস্ব ছবি
অনিল গিরি
  • আসানসোল,
  • 17 Dec 2020,
  • अपडेटेड 3:44 PM IST
  • শুভেন্দু অধিকারী বিজেপিতে যাচ্ছেন
  • জানালেন জিতেন্দ্র অধিকারী
  • আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক তাঁর

বুধবারের শুভেন্দু অধিকারীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের বিষয়ে মুখ খুললেন আসানসোল পৌরনিগমের প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, সুনীল মন্ডল আমাদের দলের একজন নেতা। ওনার মা মারা গেছেন তাই দেখা করতে গেছিলাম। কাকতলীয় ভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়ে যায়। পাশাপাশি তিনি আরো বলেন যে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যাচ্ছেন। কিন্তু আমাকে বিজেপিতে যাওয়ার নিয়ে কিছু বলেননি। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক প্রসঙ্গে বলেন যে, আগামীকাল তিনি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে যাবেন।

জিতেন্দ্রকে নিয়ে জল্পনা

প্রসঙ্গত, বুধবার বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে পূর্ব বর্ধমানের তৃণমূলের বিক্ষুদ্ধ সাংসদের বাড়ি যান শুভেন্দু অধিকারী। সেখানেই ওই সাংসদের বাড়িতে জিতেন্দ্র তিওয়ারি সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু। সেই জিতেন্দ্র যাকে নিয়ে গত দু'দিন ধরে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। যার মান ভাঙাতে উত্তরবঙ্গ থেকে এদিন স্বয়ং ফোন করেছিলেন তৃণমূলনেত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যয়ায়ের ফোন পাওয়ার পরেও পাণ্ডবেশ্বরের বিধায়ককে দেখা যায় শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ করতে। অনেকদিন থেকেই দলের একশ্রেণির নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন জিতেন্দ্র।

আরও পড়ুন, মমতার পরে জনপ্রিয় নেতা শুভেন্দু! ফের বেসুরো জিতেন্দ্র

জিতেন্দ্রর তোপ 

জিতেন্দ্র বুধবার বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কথা বললে মানায়, ফিরহাদ হাকিমের মতো নেতারা গিয়ে শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা বললে সেটা মানায় নাকি। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সবথেকে জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী। এটা তো অস্বীকার করার জায়গা নেই। নেতাদের উচিত ছিল, আলাপ-আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়া ওনার সঙ্গে। কিন্তু কিছু ছোট নেতা যারা আমাদের সমস্যাই মেটায় না, তাঁরা শুভেন্দু অধিকারীর সমস্যা কী করে মেটাবে। এরার কারোর জন্য জায়গা ছাড়তে রাজি নয়। সরকার থেকে দলটা চলে গেলে তোমরা কী নিয়ে থাকবে। দলটাকে বাঁচতে দাও। দলটাকে বাঁচাতে গেল মানুষের হয়ে কথা বলতে হবে।" তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় জিতেন্দ্রর। আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে জিতেন্দ্রর।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement