Advertisement

'ওর জামানত জব্দ করিয়ে ছাড়ব,' শুভেন্দুকে চ্যালেঞ্জ সুজাতার

ফের শুভেন্দুর উদ্দেশ্যে তোপ দাগলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুজাতা খাঁ মণ্ডল। এদিন কটাক্ষের সুরে শুভেন্দু গদ্দার বলেন তিনি। সেইসঙ্গে তিনি ভোটে দাঁড়ালে তাঁর জামানত জব্দ করাবেন তিনি।

সুজাতা খাঁ মণ্ডল ও শুভেন্দু অধিকারী।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jan 2021,
  • अपडेटेड 9:45 PM IST
  • ফের শুভেন্দুকে আক্রমণ সুজাতার
  • একাধিক ইস্যুতে খোঁচা
  • শুভেন্দুকে হারাবেন তিনি চ্যালেঞ্জ সুজাতার

ফের শুভেন্দুর উদ্দেশ্যে তোপ দাগলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুজাতা খাঁ মণ্ডল। এদিন কটাক্ষের সুরে শুভেন্দু গদ্দার বলেন তিনি। সেইসঙ্গে তিনি ভোটে দাঁড়ালে তাঁর জামানত জব্দ করাবেন তিনি।

শুভেন্দুকে আক্রমণ

এদিন কালিঘাটের মন্দিরে পুজো দিতে আসেন সুজাতা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী সম্পর্কে সুজাতা বলেন, যদি দল আমাকে অনুমতি দেন তাহলে আমি মেদিনীপুরে গিয়ে সভা করব। শুভেন্দু অধিকারী আগে নিজে যে সিটটায় দাঁড়াবে শুধু সেই সিটটায় জিতে দেখান। তারপর তো গোটা মেদিনীপুর অনেক দূরের স্বপ্ন। আমরা একটা সিটও ওনাকে জিততে দেব না। কারণ জনগণ গদ্দারকে ক্ষমা করে না। উনি এমনই গদ্দার ১০ বছর তৃণমূলের ক্ষমতায় থেকে সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করার পরে দল ছেড়েছে। তাঁর পরিবার এখনও ভোগ করে চলেছে । এরকম একজন বেইমানকে মানুষ ক্ষমতা করবে না। মানুষ একজনকেই জানে মুখ্যমন্ত্রী হিসাবে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কালিঘাটে এসে মায়ের কাছে প্রার্থনা করেছি। মায়ের আর্শীবাদে তৃণমূল ২৯৪টি আসনই পাবে। মিস্টার অধিকারী আপনি ২৯৪টা আসনের মধ্যে একটা আসন খুঁজে বার করুন, আমি সেই সিটে আপনাকে জামানত জব্দ করিয়ে হারিয়ে ছাড়ব।

আরও পড়ুন, বিজেপির এই নেতাগুলো লম্ফঝম্প করা হনুমান, কটাক্ষ সুজাতার

এর আগেও একাধিকবার কটাক্ষ

বেশ কয়েকদিন আগে আচমকা তৃণমূলে যোগ দেন সুজাতা খাঁ মণ্ডল। তার পরেই তাঁকে ডির্ভোসের নোটিশ পাঠান বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তৃণমূলে যোগ দিয়েই শুভেন্দুর উদ্দেশ্যে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি। দুদিন আগেই সুজাতা শুভেন্দুর নাম না করে বলেন,  যার ঘরে তৃণমূল রয়েছে, তিনি নাকি অন্যের ঘরে বিজেপিকে পৌঁছে দেবেন। যারা দুদিন পাত পেরে খায় বাউলের ঘরে  কালকে খায় মতুয়া ঘরে পরশু খায় কৃষকের ঘরে তারা তো নিজেরাই ভুলে যাবে, কোন দিন কোন ঘরে কি খেয়েছে। তারা নাকি মেয়েদের যন্ত্রণা ঘোচাবে বাংলার দুঃখ-দুর্দশা ঘোচাবে। যদিও এখনও পর্যন্ত সুজাতা প্রসঙ্গে পাল্টা কোনও কটাক্ষ কিংবা আক্রমণ করেননি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement