কারোর দেনা লাখ, কারোর বা সেই অঙ্ক কোটিতে। তৃণমূলের তারকা প্রার্থীদের দেনার পরিমাণ রীতিমতো চোখ কপালে তুলে দেওয়ার মতো। নির্বাচন কমিশনের দেওয়া হলফনামা থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্যায়ের উপর বড় অঙ্কের দেনা রয়েছে।
সায়ন্তিকা
বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের দেনা রয়েছে ৪০ লাখ ৮৭ হাজার ২৪০ টাকা। এর মধ্যে ICICI ব্যাঙ্কে রয়েছে দেনা রয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ১৮ টাকা। HDFC ব্যাঙ্কের কার লোন বাবদ বকেয়া ১৯ লাখ ৯১ হাজার ৮৯১ টাকা। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বাবদ বকেয়া ৪ লাখ ৫৪ হাজার ৯৩৩ টাকা। Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বাবদ বকেয়া ১ লাখ ৪৩ হাজার ৩৯৭ টাকা।
আরও পড়ুন, তৃতীয় দফায় ২৬% প্রার্থী ফৌজদারি মামলায় অভিযুক্ত, রইলো বিস্তারিত তথ্য
সোহম
চণ্ডিপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর দেনার পরিমাণ রীতিমতো চমকে দেওয়ার মতো। তাঁর মোট দেনার পরিমাণ ১ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৯২১ টাকা। এর মধ্যে HDFC ব্যাঙ্কের কার লোন বাবদ বকেয়া ২৮ লাখ ৬০ হাজার ১২৬ টাকা। Axis ব্যাঙ্কের হোম লোন বাবদ বকেয়া ১ কোটি ৪২ লাখ ২২ হাজার ৭৯৫ টাকা।
কৌশানি
কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের দেনা ৮১ লাখ ২০ হাজার ৮৫৯ টাকা। এর মধ্যে BMW Finance-এ কার লোন বাবদ বকেয়া ২২ লাখ ৫০ হাজার ৫২৪ টাকা। Canara Bank-এ হাউজিং বিল্ডিং লোন বাবদ বকেয়া ৫৮ লাখ ৭০ হাজার ৩৩৫ টাকা। যাবতীয় তথ্য নির্বাচনের কমিশনের ওয়েবসাইট থেকেই মিলেছে।
নজরে নির্বাচন
এবারের নির্বাচনে একাধিক টলি তারকাকে প্রার্থী করেছে তৃণমূল। ইতিমধ্যে চণ্ডীপুরের সোহম ও বাঁকুড়ায় সায়ন্তিকার আসনে নির্বাচন হয়ে গিয়েছে। কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়ের বিরুদ্ধে লড়ছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। সোহম বহুদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও কৌশানি ও সায়ন্তিকা হালে তৃণমূলে যোগ দেন।