Advertisement

শুভেন্দু BJP যেতেই উত্তেজনা মালদাতে, জ্বালানো হল পোস্টার

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই উত্তেজনা মালদাতে। এদিন মালদহের চাঁচল শহরে তাঁর পোষ্টারে পড়ল জুতো,জ্বালানো হল আগুন। শনিবার চাঁচলের টিএমসিপি ছাত্রনেতারা এই কর্মকান্ড ঘটিয়েছে বলে জানা গিয়েছে।

জ্বালানো হচ্ছে শুভেন্দুর পোস্টার।
ভাস্কর রায়
  • মালদা,
  • 19 Dec 2020,
  • अपडेटेड 4:41 PM IST
  • শুভেন্দু বিজেপিতে যেতেই উত্তেজনা মালদাতে
  • জ্বালানো হল পোস্টার
  • অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদের দিকে

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই উত্তেজনা মালদাতে। এদিন মালদহের চাঁচল শহরে তাঁর পোষ্টারে পড়ল জুতো,জ্বালানো হল আগুন। শনিবার চাঁচলের টিএমসিপি ছাত্রনেতারা এই কর্মকান্ড ঘটিয়েছে বলে জানা গিয়েছে। চাঁচল শহরের প্রায় চারটি পোষ্টার ছিড়ে আগুন জ্বালিয়েছে ও জুতো মেরেছে ওই ছাত্রনেতারা। তাঁরা আক্ষেপ করে বলেন,দাদাকে খুব ভালোবাসতাম। আজ ঘৃণা হচ্ছে। দিদি একাই একশো, বিধানসভা নির্বাচনে তাঁরা দিদির সৈনিক হয়ে কাজ করবেন। শুভেন্দু অধিকারীর কোনো অস্তিত্ব থাকবে না চাঁচলে, এমনটাই দাবি করেন তৃণমূলের ছাত্রনেতারা।

আরও পড়ুন,"তোলাবাজ ভাইপো হঠাও", বিজেপিতে যোগ দিয়ে মমতা-অভিষেককে আক্রমণ শুভেন্দুর

তৃণমূলকে তোপ শুভেন্দুর

প্রসঙ্গত এদিন যাবতীয় জল্পনা অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে এদিন একাধিক নেতা-বিধায়কও তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। এদিন সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী আমার বড় ভাই। আমি যখন কোভিডে আক্রান্ত হই। তখন অমিতজি আমার খোঁজ নিয়েছেন। কিন্তু যেই দল এতোদিন করতাম। তারা খোঁজ নেয়নি। মুকুলদা বলতেন, আত্মসম্মান বোধ থাকলে বিজেপিতে আয়। নতুন দল যে কাজ দেবে সেই কাজ আমি করব। পতাকা লাগালে বললে লাগাব, দেওয়াল লিখল বললে তাই করব।  ৯৮ সালে যখন তৃণমূল তৈরি হয় তখন তো এনডিএর শরিক ছিল তৃণমূল।"  সেইসঙ্গে নাম না করে এদিন শুভেন্দু নিশানা করে বলেন, 'তোলাবাজ ভাইপো হঠাও।'

সভা থেকে শাহের হুঁশিয়ারি

এদিন অমিত শাহও তোপ দাগেন। তিনি বলেন, "দিদি বলেন বিজেপি দলবদল করে। কিন্তু আমি আপনাকে মনে করি, আপনি কি করেছিলেন। আপনি তো কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন। আমার ভাই শুভেন্দু অন্যায়ের প্রতিবাদ করে দল থেকে বেরিয়ে এসেছেন। এটা তো সবে শুরু, নির্বাচন আসতে আসতে আপনি একা হয়ে যাবেন। এক জন যখন দলবদল করে কিছু ভেবেই করেন। আপনি শুধু ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চাইছেন। আর কিছু দেখেন না। আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়েছে। দিদি কি ভেবেছেন। এতে আমরা ভয় পাব। আপনারা যত হামলা করবেন আমরা তত মজবুত হবে। কতজনকে মারবেন দিদি। এই ভিড় দেখে নিন। পুরো বাংলা আপনার বিরুদ্ধে।"

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement