scorecardresearch
 

"তোলাবাজ ভাইপো হঠাও", বিজেপিতে যোগ দিয়ে মমতা-অভিষেককে আক্রমণ শুভেন্দুর

"তোলাবাজ ভাইপো হঠাও", শনিবার বিজেপিতে (BJP) যোগ দিয়ে নাম না করে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধে এভাবেই স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এদিন বিজেপি সভাপতি অমিত শাহের (Amit Shah) হাত থেকে দলের পতাকা হাতে তুলে নেন শুভেন্দু। এদিন অমিত শাহকে নিজের 'বড় ভাই' বলে সম্মোধন করেন শুভেন্দু অধিকারী। বলেন যখন আমার কোভিড হয়েছিল তখন কেউ খোঁজ নেয়নি, কিন্তু অমিতজি ২ বার খোঁজ নিয়েছিলেন। 

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারি  (ফাইল ফোটো) মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারি (ফাইল ফোটো)
হাইলাইটস
  • "তোলাবাজ ভাইপো হঠাও"
  • নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর
  • অমিত শাহকে 'বড় ভাই' বলে সম্মোধন

"তোলাবাজ ভাইপো হঠাও", শনিবার বিজেপিতে (BJP) যোগ দিয়ে নাম না করে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধে এভাবেই স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এদিন বিজেপি সভাপতি অমিত শাহের (Amit Shah) হাত থেকে দলের পতাকা হাতে তুলে নেন শুভেন্দু। এদিন অমিত শাহকে নিজের 'বড় ভাই' বলে সম্মোধন করেন শুভেন্দু অধিকারী। বলেন যখন আমার কোভিড হয়েছিল তখন কেউ খোঁজ নেয়নি, কিন্তু অমিতজি ২ বার খোঁজ নিয়েছিলেন। 

এদিন বিশ্বাসঘাতক ও বহিরাগত প্রসঙ্গে তৃণমূলকে একহাত নেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "আমাকে বিশ্বাসঘাতক বলছে। প্রতিষ্ঠার পর এনডিএর শরিক ছিল তৃণমূল।" এরপর তিনি বলেন, "আমি কদিন আগে বলেছি, আমরা আগে ভারতীয়, তারপর বাঙালি। এই বহুত্ববাদকে নষ্ট হতে দেব না।" 

কর্মসংস্থান ও উন্নয়ন নিয়েও এদিন রাজ্যের তীব্র সমালোচনা করেন নন্দীগ্রাম আন্দোলনের এই নেতা। "তিনি বলেন রাজ্যে চাকরি নেই। কেন্দ্রের কর্মসূচি গুলি রাজ্যে চালু না করে নাম বদলে দেওয়া হচ্ছে। দিল্লি ও রাজ্যে একই সরকার থাকুক। নইলে বাংলা বাঁচবে না। বাংলাকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে হবে। তিনি আরও বলেন, "আমার মায়ের নাম গায়ত্রী অধিকারী। অন্য কেউ আমার মা নয়। আর যদি মা বলতে হয় তবে ভারত মাতাকে বলবো। অন্য কাউকে মা বলতে পারবো না।" 

এদিনের সভা থেকে কার্যত আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফলের ভবিষ্যদ্বাণী করে দেন শুভেন্দু। মমতার নাম না করে তিনি বলেন, "কিছুদিন আগে আপনি বলেছিলেন দল গঠনের পর কাঁথিতে লড়ছিলাম, দ্বিতীয় হয়েছিলাম। আপনি এবারেও দ্বিতীয় হবেন।" অন্যদিকে এদিন তিনি সাফ জানান, "শুভেন্দু মাতব্বরি করতে আসেনি। দল যা বলবে তাই করব। পতাকা লাগাতে বললে লাগাবো, দেওয়াল লিখন করতে বললে লিখব।" একইসঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার জন্য মুকুল রায় তাঁকে সবসময় উৎসাহিত করেছেন বলেও এদিন জানান শুভেন্দু অধিকারী। 

Advertisement


 

Advertisement