Advertisement

ভোটার তালিকায় রোহিঙ্গারা ! BJP-র সায়ন্তনের দাবি ঘিরে তোলপাড় রাজ্য

বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Bose)-এর দাবি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবার তিনি দাবি করেছেন, ভোটার তালিকায় ঢুকে পড়েছে রোহিঙ্গা (Rohingya)-রা! এর আগে বিজেপি বার বার রোহিঙ্গাদের নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছে।

বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু
অরিন্দম ভট্টাচার্য
  • বিধাননগর,
  • 17 Feb 2021,
  • अपडेटेड 4:58 PM IST
  • বিজেপি নেতা সায়ন্তন বসুর দাবি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি
  • বুধবার তিনি দাবি করেছেন, ভোটার তালিকায় ঢুকে পড়েছে রোহিঙ্গারা
  • এর আগে বিজেপি বার বার রোহিঙ্গাদের নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছে

বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Bose)-এর দাবি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবার তিনি দাবি করেছেন, ভোটার তালিকায় ঢুকে পড়েছে রোহিঙ্গা (Rohingya)-রা! এর আগে বিজেপি বার বার রোহিঙ্গাদের নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছে।

এদিন বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Bose) দাবি করেন, বিধাননগরের কেবি-কেসি ব্লক এবং আরও কয়েকটি সরকারি আবাসন অনেক ভুয়োর ভোটার রয়েছে। আমি এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করছি। যারা ভুয়ো ভোটার, যারা এখানে থাকেন না, এমন যে ভোটার তৃণমূলকে ভোট দেন, তাঁদের তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে। অভিযোগ এসেছে যে কয়েক জন রোহিঙ্গা এখানকার ফাঁকা জমিতে থাকছেন এবং তাদের নাম ঢুকে গিয়েছে ভোটার তালিকায়। আমি আমার দলের কর্মীদের বলেছি বিষয়টা সম্পর্কে খোঁজখবর নিতে।

সায়ন্তন বসু বিধাননগরে চা-চক্রে যোগ দিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তখনই এই অভিযোগ তোলেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূল এই ভোটারদের কাজে লাগাতে চাইছে।

তাঁর অভিযোগ, বিধাননগেরর বেশ কয়েকটি জায়গায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। এবং তাঁদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে। দল এ ব্য়াপারে কড়া অবস্থান নিচ্ছে। কোথায় এমন কাজ হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে এর আগে একাধিকবার রাজ্য সরকারকে বিঁধেছে বিজেপি। তাঁদের অভিযোগ, রাজ্য অন্যায় ভাবে তাঁদের এখানে আশ্রয় দিচ্ছে। এর সঙ্গে অনুপ্রবেশ নিয়েও রাজ্যকে আক্রমণ করেছে বিজেপি।

বিজেপির দাবি, তারা রাজ্যে সরকার গড়বে। তারা দুশোর বেশি আসন পাবে। এবং সোনার বাংলা গড়বে। তৃণমূল রাজ্যের কোনও উন্নয়ন করতে পারেনি। তা পূরণ করবে বিজেপি। এদিকে, তৃণমূল থেকে একের পর এক নেতা, মন্ত্রী দল ছেড়ে যোগ দিচ্ছেন বিজেপি। এর মধ্যে রয়েছেন রাজ্য়ের প্রাক্তন দুই মন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আরও অনেক নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। এর ফলে তৃণমূলের শক্তি ক্ষয় হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement