Advertisement

BJP-র মুখ্যমন্ত্রী মুখ! 'কোনও MLA না-ই হতে পারেন,' দিলীপ বাড়ালেন ধোঁয়াশা

বাংলার নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে? ভোটমুখী বাংলায় বারবার এই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে।  বিজেপির শীর্ষ নেতৃত্বও এখনও কোনও নাম ঘোষণা করেনি। তবে জল্পনায় একাধিক নাম ভেসেছে। সেই তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীর নামও ভেসেছে। আবার উঠে এসেছে দিলীপ ঘোষের নামও। কিন্তু কেউই এই দাবির সপক্ষে কিছু বলেননি।

দিলীপ ঘোষ। ফাইল ছবি
শুভম মুখোপাধ্যায়
  • কলকাতা,
  • 31 Mar 2021,
  • अपडेटेड 11:49 AM IST
  • জেতা বিধায়ক নাও হতে পারেন মুখ্যমন্ত্রী
  • দিলীপের মন্তব্য ঘিরে বাড়ল জল্পনা
  • মুখ্যমন্ত্রীর মুখ ঘিরে জল্পনা

বাংলার নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে? ভোটমুখী বাংলায় বারবার এই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে।  বিজেপির শীর্ষ নেতৃত্বও এখনও কোনও নাম ঘোষণা করেনি। তবে জল্পনায় একাধিক নাম ভেসেছে। সেই তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীর নামও ভেসেছে। আবার উঠে এসেছে দিলীপ ঘোষের নামও। কিন্তু কেউই এই দাবির সপক্ষে কিছু বলেননি।

কী বলছেন দিলীপ ঘোষ

এমনকি দিলীপ ঘোষ বিধানসভা নির্বাচনেও লড়ছেন না। তবে মঙ্গলবার তিনি এমন একটি দাবি করেছেন, যা রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন ফেলে দিয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে দিলীপ ঘোষ জানিয়েছেন, বিজয়ী বিজেপি বিধায়কই যে মুখ্যমন্ত্রী হবেন, এমন কোনও মানে নেই। দিলীপের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কি গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রীর মুখ কি এবার বিধানসভাতেই লড়ছেন না?

 

ক্ষমতায় এলে বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। বারবার বলে গিয়েছেন এটা। কিন্তু মুখ্যমন্ত্রীত্বের মুখ কে? তাতে অবশ্য নীরব থেকেছেন তারা।  বিজেপির বিরুদ্ধে বহিরাগত ইস্যুতে তুলে লাগাতার আক্রমণ চালাচ্ছে তৃণমূল। এমন অবস্থায় বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে বলে আশ্বাস দিয়েছেন মোদী-শাহ। তবে মুখ্যমন্ত্রীত্বের মুখ না রেখে নির্বাচনে লড়াই করার ইতিহাস বিজেপির মধ্যে আছে। উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের সময়েও বিজেপির কোনও মুখ ছিল না। পরে বিজেপি বিরাট ভোটে জেতে। আচমকা যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু সেই নির্বাচনে যোগী আদিত্যনাথ লড়াই করেননি। তিনি সাংসদ ছিলেন। পরে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী হন তিনি। 

আরও পড়ুন, দিলীপের হুঁশিয়ারি! 'দরকার পড়লে দ্বিতীয় দফায় ৩৫৬ ধারা প্রয়োগ হবে'

নাম ঘিরে জল্পনা

তালিকায় অনেক নাম থাকলেও এখন পর্যন্ত কোনও নামেই শিলমোহর দেয়নি গেরুয়া শিবির। তবে দিলীপ ঘোষের এই মন্তব্যে জল্পনা বাড়ছে। কয়েকদিন আগে একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলীপ ঘোষকে দরাজ সার্টিফিকেট দেন। প্রকাশ্যে সভায় মোদী বলেন, আমরা খুব ভাগ্যবান দিলীপ ঘোষের মতো নেতা পেয়েছি। ২০১৭ সালে দায়িত্ব পেয়েও অনেক হুমকির মাঝে তিনি মাথা নত করেননি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদীর মঞ্চে এর আগেও একাধিক বার ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু কখনও এতোটা সুখ্যাতি শোনা যায়নি। আচমকা ভোটের মুখে জনসভা থেকে দিলীপ ঘোষের নাম নিয়ে  দরাজ সার্টিফিকেট দেওয়ায় স্বাভাবিক ভাবে জল্পনা তৈরি হয়।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement