Advertisement

কড়া পদক্ষেপ কমিশনের, ভোটের আগে নজরবন্দি অনুব্রত

আজ বিকেল ৫টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য কমিশনের নজরবন্দি থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। অর্থাৎ ভোট শেষ না হওয়া পর্যন্ত তাঁর উপর থেকে নজরবন্দি উঠবে না।

Anubrata
ভাস্কর মুখোপাধ্যায়
  • বোলপুর ,
  • 27 Apr 2021,
  • अपडेटेड 6:48 PM IST
  • অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ নির্বাচন কমিশনের
  • তাঁর উপর ৪৮ ঘণ্টা নজরদারির নির্দেশ
  • আদ বিকেল ৫টা থেকে শুরু হয়েছে নজরদারি

বৃহস্পতিবার রাজ্যে অষ্টম তথা শেষ দফার ভোট। মোট ৩৫ টি আসনের মধ্যে বীরভূমের ১১টি আসনেও ভোটগ্রহণ সম্পন্ন হবে। ঠিক তার আগে সেই জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন। আজ বিকেল ৫টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য কমিশনের নজরবন্দি থাকতে হবে তৃণমূলের এই দাপুটে নেতাকে। অর্থাৎ ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুব্রতর উপর থেকে নজরবন্দি উঠবে না। 

কমিশনের সিদ্ধান্ত অখুশি অনুব্রত। তৃণমূল সুত্রে খবর, কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারেন তিনি। যদিও এই প্রথমবার নয়। ২০১৯ সালের লোকসভা ভোটের আগেও অনুব্রতকে নজরবন্দি করেছিল কমিশন। নজরবন্দি থাকা অবস্থাতেও ভোট পরিচালনা করেছিলেন তিনি। 

২০১৯ লোকসভা ভোটেও অনুব্রতকে নজরবন্দি করেছিল কমিশন

অনুব্রতর বিরুদ্ধে কমিশনের এই পদক্ষেপে বেজায় চটেছে ঘাসফুল শিবির। তাদের অভিযোগ, বিজেপির কথামতো কাজ করছে কমিশন। গেরুয়া শিবিরকে সুবিধা পাইয়ে দিতেই এই পদক্ষেপ। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। তাদের বক্তব্য, কমিশন তাদের কাজ করেছে। এক্ষেত্রে তাদের কোনও হাত নেই। 

আরও পড়ুন : Exclusive: লালদুর্গ ডোমকল, ভোটে না দাঁড়িয়েও নায়ক সেই আনিসুরই

নির্বাচন কমিশন সূত্রে খবর, অনুব্রতর বিরুদ্ধে  একধিক অভিযোগ জমা পড়েছে। তাঁর নজরদারিতে থাকবেন বাহিনীর জওয়ানরা। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও থাকবেন এই নেতার সঙ্গে। 

প্রসঙ্গত, সম্প্রতি ,গোরু পাচার মামলায় অনুব্রতর নাম জড়িয়েছে। তাঁকে জেরা করতে ডেকে পাঠিয়েছিল সিবিআই। আজই ছিল হাজিরার দিন। কিন্তু, কিডনির সমস্যায় ভুগছেন জানিয়ে হাজিরা এড়িয়ে যান অনুব্রত। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement