তালিকায় একাধিক হেভিওয়েট! ৫৭ আসনের প্রার্থীতালিকা প্রকাশ BJP-র

Aajtak Bangla | কলকাতা | 06 Mar 2021, 6:42 PM IST

BJP candidate list : একটু পরেই প্রথম দুই দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। প্রথমে ঠিক ছিল ৭ তারিখ ব্রিগেডের পরেই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কিন্তু এখন যা জানা যাচ্ছে প্রথম দুই দফার প্রার্থী তালিকা আজই ঘোষণা করবে বিজেপি। জল্পনা চলছে শুভেন্দু অধিকারী নাম নিয়ে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে শুভেন্দু প্রার্থী হন কিনা, সেটাই এখন দেখার

हाइलाइट्स

  • প্রথম ২ দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে BJP
  • একটু পরেই ঘোষণা করতে পারে বিজেপি নেতৃত্ব
  • কোন আসনে কে প্রার্থী
  • নজর রাজনৈতিক মহলের
6:42 PM (3 বছর আগে)

ডেবরায় ভারতী ঘোষ

Posted by :- suvam

বিধানসভা নির্বাচন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। ডেবরায় প্রার্থী করা হয়েছে তাকে। এর আগে লোকসভায় প্রার্থী হয়েছিলেন তিনি

6:41 PM (3 বছর আগে)

কিছু আসনের প্রার্থী

Posted by :- suvam

কিছু আসনে প্রার্থী

বিষ্ণুপুর-তন্ময় ঘোষ
তমলুক-হরকৃষ্ণ বেরা
দাসপুর-প্রসন্ন বেরা
নন্দকুমার-নীলাঞ্জন অধিকারী
মহিষাদল বিশ্বনাথ  বন্দ্য়োপাধ্যায়
হলদিয়া তাপসী মণ্ডল

6:39 PM (3 বছর আগে)

নন্দীগ্রামে শুভেন্দু

Posted by :- suvam

নন্দীগ্রাম থেকে লড়ছেন শুভেন্দু। এই আসনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

6:38 PM (3 বছর আগে)

কিছু আসনের প্রার্থী

Posted by :- suvam

কিছু আসনের প্রার্থী

মেদিনীপুর- সম্বিত দাস
বিনপুর-পালন সোরেন
গোঁসাবা-চিত্রা প্রামাণিক।
জয়পুর-নরহরি মাহাতো।
ছাতনা-সত্যনারায়ণ মুখার্জি।
ময়না- অশোক দিন্দা
 

6:35 PM (3 বছর আগে)

প্রার্থী তালিকা ঘোষণা

Posted by :- suvam


কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং বলেন, মোট ৫৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। খেঁজুরি শ্রী সান্তনু প্রামাণিক। কান্তি দক্ষিণ অরূপ কুমার। নয়া বাকুল মুর্মু। ঝাড়গ্রামে সুকুমার সদপতি। খড়গপুর তপন ভুইয়া। শালবনিতে রাজীব কুণ্ডু