Advertisement

'খেলোয়াড়' মমতা! বললেন, 'ক্রিকেটে লোকসভা-রাজ্যসভায় বেস্ট প্লেয়ার হয়েছিলাম'

ক্রিকেটে লোকসভা ও রাজ্যসভাতে বেস্ট প্লেয়ার হয়েছিলাম। এদিন দক্ষিণ দিনাজপুরের এক জনসভা থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একাধিক ইস্যুতে তিনি নিশানা করেন বিজেপি। পাশাপাশি তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও এদিন জনসভা জানান মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2021,
  • अपडेटेड 2:26 PM IST
  • 'ক্রিকেটে লোকসভা-রাজ্যসভায় বেস্ট প্লেয়ার হয়েছিলাম'
  • জনসভা থেকে জানালেন মমতা
  • কেন্দ্রকে তোপ মমতার

ক্রিকেটে লোকসভা ও রাজ্যসভাতে বেস্ট প্লেয়ার হয়েছিলাম। এদিন দক্ষিণ দিনাজপুরের এক জনসভা থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একাধিক ইস্যুতে তিনি নিশানা করেন বিজেপি। পাশাপাশি তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও এদিন জনসভা জানান মমতা।

কী বললেন মমতা

মমতা বলেন, বিজেপির সঙ্গে তৃণমূলের খেলা হবে। এই খেলায় তৃণমূল জিতবে। আর বিজেপিকে হারিয়ে মাঠের বাইরে বের করে দিতে হবে। ভোট দেওয়ার পরেও বিজেপি একটা কাজও বালুরঘাটের জন্য করেনি। ওদের ভোট দেওয়া মানে দাঙ্গা বাড়ানো। মানুষ প্রতিবাদ করলেই ওরা গুলি চালিয়ে ঠান্ডা করে দেয়।  আমি খেলিনা কিন্তু আমার সবকিছু খেলার অভ্যাস আছে। আমি হাডুডু খেলতে পারি, সাঁতার কাটতে পারি, বল, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলতে পারি। আমি ক্রিকেটে লোকসভা-রাজ্যসভায় বেস্ট প্লেয়ার হয়েছিলাম। সব কাজে উৎসাহ থাকলে হয়ে যায়।  দিল্লির হাতে বাংলা আমরা ছেড়ে দেব না। দিল্লির দুই গুণ্ডার হাতে বাংলা যাবে না। ওদের হাতে কিছুতেই বাংলা তুলে দেব না।

আরও পড়ুন, মমতার আক্রমণ! 'এক দেশ-একদল বলে চেঁচায়, টিকার দাম এক নয় কেন?'

কেন্দ্রকে তোপ মমতার

মমতা বলেন, আজকে তুমি কোভিডের ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে। আর আমাকে কিনতে দাওনি। আজ সকালে শুনলাম সীতারাম ইয়েচুরির ছেলে মারা গিয়েছে। আমি মেসেজ করেছি। একটা ৩৪ বছরের ছেলে সাংবাদিক ছিল, মারা গেল কোভিডে। সবাই ঠিকমতো চিকিৎসা করাবেন। বছরে দেড় কোটি ছেলেমেয়ের ক্ষুদ্র শিল্পে চাকরি দেবো। রেশন বাড়িতে পৌঁছাতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে। কৃষকদের যাদের এক একর জমি আছে তাদের সরকার ৫ হাজার টাকা দেয় আর যাদের এক কাঠা জমি আছে তাদের ২,৫০০ টাকা দেয়। সেটাও বাড়ানো হচ্ছে।  ৫ হাজারের জায়গায় এখন পাবেন ১০ হাজার টাকা আর ২,৫০০ টাকার জায়গায় পাবেন ৫ হাজার টাকা। কৃষকদের জমির কোনও খাজনা লাগছে না। ১৮ থেকে ৬০ বছরের মধ্যে কোনও কৃষক মারা গেলে আমরা ২ লাখ টাকা দিই। এটা আপনাদের কাছে জমানো সঞ্চয় হয়ে গেছে। পড়ুয়ারা দ্বাদশ শ্রেণিতে উঠলে ট্যাব কেনার টাকা দেওয়া হচ্ছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement