Advertisement

খড়গপুরে মোদী! Whatsapp ডাউনের প্রসঙ্গ তুলে নিশানা TMCকে

বিশ্বজুড়ে শুক্রবার রাতে আচমকা ডাউন হয়ে যায় হোয়াটসঅ্যাপের সার্ভার। একই সমস্যা হয় ফেসবুক ও ইনস্টাগ্রামেও। সেই প্রসঙ্গ টেনে এনে এবার তৃণমূলকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন খড়গপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি বলেন, কাল হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ডাউন হয়েছিল। সবাই আতঙ্কে ও চিন্তিত হয়ে ছিল। এখানে শেষ ৫০-৫৫ বছর ধরে বাংলায় উন্নয়নই ডাউন হয়ে রয়েছে।

প্রধানমন্ত্রী মোদী। ফাইল ছবি
Aajtak Bangla
  • খড়গপুর,
  • 20 Mar 2021,
  • अपडेटेड 12:58 PM IST
  • খড়গপুরে সভা মোদীর
  • একাধিক ইস্যুতে খোঁচা
  • নিশানা করলেন রাজ্যের তৃণমূল সরকারকে

বিশ্বজুড়ে শুক্রবার রাতে আচমকা ডাউন হয়ে যায় হোয়াটসঅ্যাপের সার্ভার। একই সমস্যা হয় ফেসবুক ও ইনস্টাগ্রামেও। সেই প্রসঙ্গ টেনে এনে এবার তৃণমূলকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন খড়গপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি বলেন, কাল হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ডাউন হয়েছিল। সবাই আতঙ্কে ও চিন্তিত হয়ে ছিল। এখানে শেষ ৫০-৫৫ বছর ধরে বাংলায় উন্নয়নই ডাউন হয়ে রয়েছে।

তৃণমূলকে নিশানা মোদীর

মোদী বলেন, দিদি বাংলার যুবকদের ১০ বছর ছিনিয়ে নিয়েছে। দিদির পার্টি হচ্ছে নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালাতে সিলেবাস তোলাবাজি-সিন্ডিকেট-কাটমানি। আমাদের দেশে বহু বছর বাদে নতুন শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে। গোটা দেশে এটার প্রশংসা করা হয়েছে। এখানে স্থানীয় ভাষার পড়াশুনার জোর দেওয়া হয়েছে।  দিদির সরকার নয়া শিক্ষানীতির বিরোধিতা করছে। ওনার লাখ লাখ যুবকদের কেরিয়ার নিয়ে কোনও চিন্তা নেই। ওরা বলে খেলা হবে। কিন্তু গোটা বাংলা এখন বলছে খেলা শেষ হবে। বিকাশ শুরু হবে। দিদির কাছে পশ্চিমবঙ্গের লোক হিসাব চাইছে ১০ বছরের। আম্ফানের হিসাব চাইলে উনি রেগে যায়। চাকরির কথা জিজ্ঞাসা করলে ঘর ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন, দিদির পাঠশালাতে সিলেবাস তোলাবাজি' তোপ মোদীর

একাধিক ইস্যুতে কটাক্ষ

মোদী বলেন, জনসংঘের জন্মদাতার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই বাংলার পুত্র তিনি। বিজেপির ডিএনএ-তে ডঃ আশুতোষ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আচার-বিচার-সংস্কার আছে। যেখানে বিজেপি রাজ্যে সরকার আছে, সেখানে ডবল ইঞ্জিনের সরকারে মানুষের সেবা করে চলেছে। পশ্চিমবঙ্গের দিদি উন্নয়নের সব প্রকল্পের সামনে দেওয়াল হিসাবে দাঁড়িয়ে আছে। দিদি সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সবার স্বপ্ন ভেঙে দিয়েছে। বাংলাকে বরবাদ করে দিয়েছে। বাংলার মানুষকে আপনাকে ১০ বছর শাসনে এনেছিল, কিন্তু আপনি দুর্নীতি করেছেন। বাংলায় কাটমানি সিস্টেম বন্ধ হওয়া উচিত। 

Advertisement

মমতাকে তোপ মোদীর

মোদী বলেন, খড়গপুর সহ রাজ্যের অনেক শহরে আত্মনির্ভর ভারতের সম্ভাবনা আছে। কিন্তু তৃণমূল সরকার সেটাও হতে দিচ্ছে না। দেশ সিঙ্গেল উইনডো সিস্টেম চালুর দিকে এগোচ্ছে। পশ্চিমবঙ্গে অন্যকিছু চলছে। বাংলায় সিঙ্গেল উইনডো হল ভাইপো উইনডো। রাজ্যের এই উইনডো থেকে পেরিয়ে কিছুই হয় না। তৃণমূলের সিন্ডিকেটের জন্য অনেক উদ্যোগ বন্ধ করা হয়েছে। এখানে মাফিয়া উদ্যোগ চলছে। সুর্বনরেখা-কংসাবতীকে অবৈধ খননে কে জড়িত আছে, সেটা সকলে জানেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement