scorecardresearch
 
Advertisement

PM Modi In Kharagpur : ' দিদির পাঠশালাতে সিলেবাস তোলাবাজি' তোপ মোদীর

Aajtak Bangla | খড়গপুর | 20 Mar 2021, 12:23 PM IST

PM Modi In Kharagpur : ভোটমুখী বাংলায় ফের রাজ্যে প্রধানমন্ত্রী মোদী। খড়গপুরে আসছেন দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাতে। খড়গপুর সদরে বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ। ইতিমধ্যে তার সমর্থনে বিরাট ব়্যালি করেছেন বিজেপির দিলীপ ঘোষ। এক সময়ে এই আসনটি দখল করেছিল বিজেপি। পরে ২০১৯ উপ নির্বাচনে জেতে তৃণমূল।

প্রধানমন্ত্রী মোদী। ফাইল ছবি প্রধানমন্ত্রী মোদী। ফাইল ছবি

হাইলাইটস্

  • ফের রাজ্যে প্রধানমন্ত্রী মোদী
  • খড়গপুরে সভা রয়েছে তাঁর
  • এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণ
  • প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল
12:23 PM (3 বছর আগে)

একের পর এক নিশানা মোদীর

Posted by :- suvam

মোদী বলেন, ২০১৮ সালে পঞ্চায়েতের নির্বাচনে যেভাবে হয়েছে, তা সবাই দেখেছে। পুলিশ ও প্রশাসনের মনে রাখা উচিত, সংবিধানের বাইরে কিছু হওয়া উচিত নয়। এবারের বাজেটে মেদিনীপুরের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ডবল ইঞ্জিনের সরকারে এখানে আধুনিকীকরণ করা হবে। মৎস্যচাষ শিল্পে উন্নত করা হবে।

12:19 PM (3 বছর আগে)

তৃণমূলকে নিশানা মোদীর

Posted by :- suvam

মোদী বলেন, খড়গপুর সহ রাজ্যের অনেক শহরে আত্মনির্ভর ভারতের সম্ভাবনা আছে। কিন্তু তৃণমূল সরকার সেটাও হতে দিচ্ছে না। দেশের সিঙ্গেল উইনডো সিস্টেম চালুর দিকে এগোচ্ছে। পশ্চিমবঙ্গে অন্যকিছু চলছে। বাংলায় সিঙ্গেল উইনডো হল ভাইপো উইনডো। রাজ্যের এই উইনডো থেকে পেরিয়ে কিছুই হয় না। তৃণমূলের সিন্ডিকেটের জন্য অনেক উদ্যোগ বন্ধ করা হয়েছে। এখানে মাফিয়া উদ্যোগ চলছে। সুর্বনরেখা-কংসাবতীকে অবৈধ খননে কে জড়িত আছে, সেটা সকলে জানেন।

12:14 PM (3 বছর আগে)

মমতাকে নিশানা মোদীর

Posted by :- suvam

মোদী বলেন, দিদির সরকার নয়া শিক্ষানীতির বিরোধিতা করছে। ওনার লাখ লাখ যুবকদের কেরিয়ার নিয়ে কোনও চিন্তা নেই। ওরা বলে খেলা হবে। কিন্তু গোটা বাংলা এখন বলছে খেলা শেষ হবে। বিকাশ শুরু হবে। দিদির কাছে পশ্চিমবঙ্গের লোক হিসাব চাইছে ১০ বছরের। আম্ফানের হিসাব চাইলে উনি রেগে যায়। চাকরির কথা জিজ্ঞাসা করলেন ঘর ভেঙে দেওয়া হয়।

12:11 PM (3 বছর আগে)

একের পর এক নিশানা মোদীর

Posted by :- suvam

মোদী বলেন, দিদি বাংলার যুবকদের ১০ বছর ছিনিয়ে নিয়েছে। দিদির পার্টি হচ্ছে নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালাতে সিলেবাস তোলাবাজি-সিন্ডিকেট-কাটমানি। আমাদের দেশে ৩৫ বছর বাদে নতুন শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে। গোটা দেশে এটার প্রশংসা করা হয়েছে। এখানে স্থানীয় ভাষার পড়াশুনার জোর দেওয়া হয়েছে। 

Advertisement
12:06 PM (3 বছর আগে)

তৃণমূলকে তোপ মমতার

Posted by :- suvam

মোদী বলেন, পশ্চিমবঙ্গের দিদি উন্নয়নের সব প্রকল্পের সামনে দেওয়াল হিসাবে দাঁড়িয়ে আছে। দিদি সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সবার স্বপ্ন ভেঙে দিয়েছে। বাংলাকে বরবাদ করে দিয়েছে। বাংলার মানুষকে আপনাকে ১০ বছর শাসনে এনেছিল, কিন্তু আপনি দুর্নীতি করেছেন। বাংলায় কাটমানি সিস্টেম বন্ধ হওয়া উচিত। কাল হোয়াটসঅ্যা, ফেসবুক, ইনস্টাগ্রাম ডাউন হয়েছিল। সবাই আতঙ্কে ও চিন্তিত হয়ে ছিল। এখানে বাংলায় ৫০-৫৫ সালে বাংলায় উন্নয়নই ডাউন হয়ে গেছে।

12:02 PM (3 বছর আগে)

বিজেপির ডিএনএ ডঃ আশুতোষ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জানালেন মোদী

Posted by :- suvam

মোদী বলেন, জনসংঘের জন্মদাতার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই বাংলার পুত্র সে। বিজেপির ডিএনএ ডঃ আশুতোষ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আচর-বিচার-সংস্কার আছে। যেখানে বিজেপি রাজ্যে সরকার আছে, সেখানে ডবল ইঞ্জিনের সরকারে মানুষের সেবা করা হচ্ছে। 

11:59 AM (3 বছর আগে)

উন্নয়ন প্রসঙ্গে মোদী

Posted by :- suvam

মোদী বলেন, খড়গপুর লম্বা স্টেশন, আইআইটি এই ভূমির গৌরব বাড়িয়ে তুলেছে। এখানে আসল পরিবর্তনের বিশ্বাস দিতে এসেছি। তৃণমূল মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে। সেবার সুযোগ দিয়ে দেখুন কীভাবে আমরা আসন পরিবর্তন নিয়ে আসব। আপনার জীবনে সব সমস্যা দূর করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করব। এখানে কৃষি ব্যবস্থা করা হবে। প্রতি বাড়িতে বিশুদ্ধ পানীয় দল পাঠানো হবে

11:55 AM (3 বছর আগে)

দিলীপের প্রশংসা মোদীর

Posted by :- suvam

মোদী বলেন,, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরার মতো মনীষীদের স্মরণ মোদীর। তিনি বলেন, বাংলায় এবার বিজেপি সরকার আসবে।বাংলায় উজ্জ্বল ভবিষ্যতরে জন্য এখানে ১৩০ কার্যকতা জীবন উৎসর্গ করেছে। কারণ আমাদর দলের কাছে দিলীপ ঘোষের মতো নেতা আছে। আজ দলকে জেতানোর জন্য না শান্তিতে ঘুমিয়েছে। দিলীপের উপর অনেক হামলা হয়েছে। খুনের চেষ্টা হয়েছে। কিন্তু সে নিজের লক্ষ্যে এগিয়ে গিয়েছে।

11:41 AM (3 বছর আগে)

সভায় পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী

Posted by :- suvam

খড়গপুরে সভায় পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী। মোট ১৯ জন প্রার্থী রয়েছে এই সভাতে। রয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা

Advertisement
11:13 AM (3 বছর আগে)

ট্যুইট মোদীর

Posted by :- suvam