Advertisement

West Bengal Election 2021: 'সীমান্তে অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, মুসলিম তোষণকারী সরকারের পরিবর্তনই সমাধান,' বিতর্কিত ট্যুইট দিলীপের

এ দিন তিনি একটি পোস্টার ট্যুইটারে শেয়ার করেন। তাতে লেখা, 'অবৈধ অনুপ্রবেশ আর অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধিতে সীমান্ত অঞ্চলে জনবিন্যাস বদলাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে জেহাদি কার্যকলাপ। যার সাক্ষী বাদুড়িয়া, বসিরহাট, কালিয়াচক ইত্যাদি।'

দিলীপ ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Feb 2021,
  • अपडेटेड 4:28 PM IST
  • অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে বিতর্কিত ট্যুইট দিলীপ ঘোষের
  • সীমান্তে অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধির অভিযোগ
  • ফের বিতর্কিত ট্যুইট করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

ভোট নিয়ে গত বছরের মাঝামাঝি থেকেই কার্যত উত্তপ্ত পশ্চিমবঙ্গ। ভোটের দিন ঘোষণা হতে যেন একেবারে যজ্ঞে ঘি পড়ল! এ হেন পরিস্থিতিতে আজ অর্থাত্‍ শনিবার বিতর্কিত ট্যুইট করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

এ দিন তিনি একটি পোস্টার ট্যুইটারে শেয়ার করেন। তাতে লেখা, 'অবৈধ অনুপ্রবেশ আর অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধিতে সীমান্ত অঞ্চলে জনবিন্যাস বদলাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে জেহাদি কার্যকলাপ। যার সাক্ষী বাদুড়িয়া, বসিরহাট, কালিয়াচক ইত্যাদি।'

প্রসঙ্গত, দিলীপ ঘোষ কয়েক দিন আগেই দেবী দুর্গাকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন India Today Conclave East 2021-এর মঞ্চে। দিলীপ বলেন, 'খুব দুর্ভাগ্যের কথা। এমন একটা দল যার কোনও মাথামুন্ডু নেই। কোনও আদর্শ নেই। ধর্মের জায়গায় রাজনীতির কথা বলে। রাজনীতির জায়গায় কথা বলে ধর্ম-জাতপাত নিয়ে। আমরা এমনটা করি না। আমরা খোলাখুলি রাজনীতি করি। ভগবান রাম এক জন রাজা ছিলেন। রামের পূর্বপুরুষের নাম পাওয়া যায়, দুর্গার পাওয়া যায় কি?' দিলীপের এই মন্তব্যে অস্বস্তিতে পড়ে বিজেপি-ও।

গত ডিসেম্বরে সীমান্তবর্তী জেলা মালদহে 'চায়ে-পে-চর্চা' কর্মসূচিতে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, 'কেন্দ্রীয় সরকারের কড়াকড়ির জেরে সারা দেশ জঙ্গিমুক্ত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ছে। কেন্দ্রীয় সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ থেকে লক্ষ রোহিঙ্গা আসছে। তাদের আশ্রয় দেওয়ার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকার চায়, এই JMB জঙ্গিরা এখানে আসুক, উৎপাত করুক, ভয়ের পরিবেশ তৈরি করুক। তারা TMC-কে জেতাবে।' 

আবার আজ বালুরঘাটে বাংলায় এক দফা ভোটের পক্ষে সওয়াল করে দিলীপ বলেন, 'বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে ১ দফার ভোট হবে।' বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'উনি স্বপ্ন দেখছেন। ক্ষমতায় আসার স্বপ্ন। আর তা ছাড়া ভোটের দফা তো নির্বাচন কমিশন ঠিক করে। রাজ্য সরকার নয়।'

Advertisement

শুক্রবারই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। বাংলায় এবারে ৮ দফায় ভোট হবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement