শুক্রবার রাত দেড়টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী দরজা ভেঙ্গে গোপালের বাড়িতে ঢুকে তাকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে। এমনকি তার ৮০ বছরের বৃদ্ধা মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, এর আগেও এই ওয়ার্ডের একাধিক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে সোমবার বিজেপি কর্মীরা নিমতা থানার বাইরে বিক্ষাভ দেখাতে শুরু করেন। এই প্রতিবাদ বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।