Advertisement

ফ্যাক্ট চেক: জন্মাষ্টমীতে অলৌকিক দৃশ্য় দাবি করে ছড়াল সম্পাদিত ভিডিও

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে জন্মাষ্টমীর দিন আকাশে অলৌকিক দৃশ্য দেখা গেছে বলে দাবি করছেন বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী। 

জন্মাষ্টমীর সঙ্গে এই ভিডিওটির কোনও সম্পর্ক নেই
ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 21 Aug 2022,
  • अपडेटेड 11:08 AM IST

দেশের একাধিক রাজ্যে মহা সমারোহে শুক্রবার পালিত হয়েছে জন্মাষ্টমী। আর তারপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে জন্মাষ্টমীর দিন আকাশে অলৌকিক দৃশ্য দেখা গেছে বলে দাবি করছেন বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী। 

ভিডিওতে বেশ কিছু যুবককে আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করতে শোনা যাচ্ছে। সেই সময় আকাশে মেঘের মাঝে একটি মানব আকৃতি তৈরি হয়ে উঠতে দেখা দেখা যাচ্ছে। 

এই ভিডিওটি শেয়ার করে এক ব্যবহারকারী লিখেছেন, "অলৌকিক ঘটনা ~~ শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী দিন এ জয় শ্রী কৃষ্ণ।"

অর্থাৎ এ ক্ষেত্রে এই দৃশ্যকে শ্রীকৃষ্ণের রূপের সঙ্গেই তুলনা করে নেওয়া হয়েছে ধরে নেওয়া যেতে পারে।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকর। বাস্তবে এই ভিডিওটি এডিটিংয়ের সাহায্যে তৈরি করা হয়েছে।

সবার প্রথম আমরা ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তার একটি রিভার্স ইমেজ সার্চ করি। এর দ্বারা ওই একই ভিডিওটি আমরা একটি ইনস্টাগ্রাম পেজে খুঁজে পাই যা গত ১৯ মে আপলোড করা হয়েছিল। 

এর থেকেই একটা বিষয় পরিষ্কার হয় যে জন্মাষ্টমীর সঙ্গে এই ভিডিওটির কোনও সম্পর্ক নেই। আরেকদফা রিভার্স ইমেজ সার্চের পর আসল ভিডিওটি আমরা আরেকটি ইনস্টাগ্রাম পেজে দেখতে পাই। সেই পেজটি রেইনাল্ডো নামের এক ক্রিয়েটরের যেখানে তিনি একই ধরনের একাধিক ভিডিও আপলোড করেছেন।

যে ভিডিওটি এক্ষেত্রে ভাইরাল হয়েছে তা তিনি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ২০২১ সালের ৯ সেপ্টেম্বর। ভিডিওটির সঙ্গে যে ক্যাপশনটি লেখা হয়েছিল সেখানে এটিকে যীশু খৃষ্টের প্রতিবিম্ব বলে দাবি করা হয়।

Advertisement

যদিও এই ভিডিওটি যে সম্পাদিত তা ওই পোস্টের কোথাও উল্লেখ করা হয়নি। কিন্তু ওই ক্রিয়েটরের অন্য়ান্য ভিডিওগুলি দেখলে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে তিনি মূলত এই ধরনের কাজই করে থাকেন। এবং সবগুলিই কম্পিউটার গ্রাফিক্স দ্বারা তৈরি। নীচে তেমনই একটি উদাহরণ দেওয়া হল। 

সুতরাং, ভাইরাল ভিডিওটি যে আদতে কোনও অলৌকিক দৃশ্যের নয়, তা এর থেকেই পরিষ্কার হয়ে যায়।

ফ্যাক্ট চেক

দাবি

জন্মাষ্টমীর দিন অলৌকিক ঘটনা। আকাশে দেখা গেল শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি।

ফলাফল

ভাইরাল ভিডিওটি কম্পিউটার গ্রাফিক্স দ্বারা তৈরি যা গত বছর একটি ইনস্টাগ্রাম পেজে আপলোড করা হয়েছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement