Advertisement

ফ্যাক্ট চেক- ভাইরাল ভিডিওটি পাঁচ বছরের পুরোনো বাংলাদেশের রোহিঙ্গিয়া শরণার্থীদের

সিলেটের বন্যার নামে ভাইরাল হলো পুরোনো , অসম্পর্কিত ভিডিও

cover pic
Chayan Kundu
  • কলকাতা ,
  • 22 May 2022,
  • अपडेटेड 10:02 PM IST

আসামের বন্যা পরিস্থিতির পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশের শিলহট্ট বা সিলেট অঞ্চলের বেশ কিছু অংশ বন্যা কবলিত  হয়েছে।  

এরই মধ্যে একটি ছোট্ট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সিলেটের বন্যার নামে।  এই ভাইরাল ভিডিওতে শিশু সহ কিছু মহিলা ও পুরুষকে জলের মধ্যে দেখা যাচ্ছে।  কিছু ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, " সিলেটে ধনী-গরিব সবার ঘরেই এখন বন্যার পানি। পার্থক্য হলো গরিবরা বড় অসহায় " । 

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে বর্তমানের সিলেটের বন্যার কোনো সম্পর্ক নেই।  ভিডিওটি পাঁচ বছরের পুরোনো এবং এখানে রোহিঙ্গিয়া শরণার্থীদের বাংলাদেশে প্রবেশের ভিডিও। 

রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা ভাইরাল ভিডিওটি ইউটিউবে খুঁজে পাই।  সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার ইউটিউব চ্যানেলে ৬ ই সেপ্টেম্বর ২০১৭ সালে আপলোড করা হয়।  সেখানে লেখা হয় এটি  নদী পাড় হয়ে রোহিঙ্গিয়া শরণার্থীদের বাংলাদেশে প্রবেশের ভিডিও।  

রোহিঙ্গিয়া শরণার্থীদের এই ভিডিওটি এবং ছবির সঙ্গে ভয়েস অফ আমেরিকার ওয়েবসাইটে সেই সময় বেশ কয়েকটি প্রতিবেদনও প্রকাশিত হয় , সেগুলি দেখা যাবে এখানে এবং এখানে । 

এই প্রতিবেদন থেকে জানা যায় ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রায় এক লক্ষেরও  বেশি রোহিঙ্গিয়া শরণার্থী সেনাবাহিনীর অত্যাচার থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত পাড় হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।

ভাইরাল ভিডিওটি সেই ঘটনার দৃশ্য, এর সঙ্গে সিলেটের বন্যা কবলিত মানুষের কোনো সম্পর্ক নেই। 

ফ্যাক্ট চেক

দাবি

ভাইরাল ভিডিওটি সিলেটের বন্যা কবলিত মানুষের ।

ফলাফল

ভিডিওটি পাঁচ বছরের পুরোনো এবং এখানে রোহিঙ্গিয়া শরণার্থীদের বাংলাদেশে প্রবেশের ভিডিও।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement