Advertisement

JOKES: স্ত্রীকে গোয়ায় না নিয়ে যাওয়ার যুক্তি দিল স্বামী, শুনলে আপনিও হাসবেন

Funny Jokes: মানসিক চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য কোনও বিপদ থেকে কম নয়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কিছু জোকস। যা পড়ার পর আপনি হাসবেন।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2023,
  • अपडेटेड 1:45 PM IST

Bengali Jokes: সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ অনেকাংশে উপশম করা যায়। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই কিছু মজার জোকস, যা পড়ার পর আপনি হাসবেন। তো চলুন শুরু করা যাক এই হাসির সিরিজ...


> স্ত্রী স্বামীকে ফোন করলো। 
স্বামী- তাড়াতাড়ি  বলো, আমি খুব ব্যস্ত।
 স্ত্রী- একটা ভালো আর একটা খারাপ খবর আছে। 
স্বামী- শুধু ভাল খবরটা বলো।
দুঃসংবাদ শোনার সময় নেই। 
স্ত্রী- ঠিক আছে। ভাল খবর হল 
আমাদের নতুন গাড়ির এয়ারব্যাগ
ঠিকঠাক কাজ করে৷

> নাতি- ঠাকুমা, তুমি কোন দেশে গেছ? 
ঠাকুমা - আমাদের পুরো ভারত, পাকিস্তান, আফগানিস্তান.... 
নাতি - ঠাকুমা, এখন কোথায় ঘুরবে? 
ছোট নাতি পেছন থেকে বলল...কবরস্থান।

> বউ- তুমি  গোয়া যাচ্ছো, তাহলে আমাকে সাথে নিয়ে যাচ্ছ  না কেন?
 স্বামী- আরে পাগল মেয়ে, কেউ হোটেলে গেলে সঙ্গে  টিফিন নিয়ে যায়? 

> এক মহিলা তার কিছু সমস্যা নিয়ে বাবাজীর  শিবিরে পৌঁছলেন।
 বাবাজী খুব মনোযোগ দিয়ে সব সমস্যার কথা শুনলেন। 
তারপর বললেন... মেয়ে... সমাধান হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।
 কিন্তু কিছু খরচ হবে। 
মহিলা জিজ্ঞেস করল- কত খরচ হবে? 
বাবা - আমি তোমার কাছ থেকে বেশি কিছু নিতে পারি না। 
কিন্তু পুরাণ অনুসারে, আমাদের মোট ৩৩ কোটি দেবতা আছে, 
সবার নামে মাত্র এক পয়সা দান করুন। 
মহিলা মনে মনে হিসেব করলেন, বাবার হিসেবে মোট খরচ হচ্ছে ৩৩ লক্ষ টাকা। 
মহিলাটিও চালাক ছিল। 
তিনি বললেন ঠিক আছে বাবাজী, আপনি পালাক্রমে সবার নাম নিন, 
আমি প্রতি নামের সঙ্গে পয়সা রাখব।
 বাবা শিবিরের মাঝেই  অজ্ঞান হয়ে গেলেন।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement

 
 

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement