Rain Alert: ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ৯ তারিখ থেকে ভারী বৃষ্টিপারে আভাস থাকছে।
শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনাপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে।
শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনাপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে।
মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল। বেলার দিকে উত্তর ২৪ পরগনা, উত্তর কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে তুমুল বৃষ্টি হয়।
বিক্ষিপ্ত ভাবে বেশ কয়েকদিন ধরেই উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে ফের নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি হচ্ছে ভারী বৃষ্টির সতর্কতা।
শেষ কয়েকদিনে দক্ষিণবঙ্গে রোদের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল গরম। ছিল আর্দ্রতা জনিত অস্বস্তিও।
তবে ভারী বৃষ্টি শুরু হলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। ফলে গরম কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে।