রাত পোহালেই ভবানীপুর উপনির্বাচন (Bhawanipur By Election)। হাইভোল্টেজ এই নির্বাচনে প্রার্থী স্বয়ং তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কিন্তু লাগাতার বৃষ্টিতে জলজমা পরিস্থিতি চিন্তায় রাখাছে ভবানীপুরবাসী ও রাজনৈতিক দলগুলিকে।
বৃষ্টির জেরে ভবানীপুরের বেশকিছু এলাকায় জমেছে জল। এই অবস্থায় ভোটকর্মী ও ভোটারদের বুথে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য বেশকিছু পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন (Election Commission)।
যে জায়গাগুলিতে জল জমেছে সেই জায়গাগুলি ইতিমধ্যেই কেএমসির সঙ্গে যৌথভাবে পরিদর্শন করে চিহ্নিত করেছেন কমিশনের আধিকারিকরা।
থাকছে পাম্প ও বোটের ব্যবস্থা। ভোটকর্মীদেরও রেনকোট দেওয়া হয়েছে কমিশনের তরফে। এদিন সেই রেনকোটে পরেই বুথে বুথে যেতে দেখা গেল ভোটকর্মীদের।
এছাড়া ইভিএম (EVM) গুলিকে নিরাপদে রাখার জন্য ট্রন্সপারেন্ট পলিথিন ব্যাগে ভরার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
যদিও এই সবের মাঝে স্বস্তির খবর এটাই, আগামিকাল থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এদিকে উপনির্বাচনে যে কোনওরকম অশান্তি ও বিশৃঙ্খলা এড়াতেও তৎপর নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন। গোটা উপনির্বাচন পর্বে ভবানীপুরে জারি থাকছে ১৪৪ ধারা। তাছাড়া ভোটের আগেরদিন সন্ধ্যায় শিবপুর লঞ্চঘাট সংলগ্ন বিভিন্ন হোটেল ও কলকাতা যাওয়ার পথে জোরদার নাকা চেকিংও করতে দেখা গেল পুলিশকে।