Advertisement

কলকাতা

Bhabanipur By Election 2021: জল পেরিয়ে বুথমুখী ভোটকর্মীরা, দেখুন ভবানীপুরের ছবি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2021,
  • Updated 8:20 PM IST
  • 1/8

রাত পোহালেই ভবানীপুর উপনির্বাচন (Bhawanipur By Election)। হাইভোল্টেজ এই নির্বাচনে প্রার্থী স্বয়ং তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

  • 2/8

 কিন্তু লাগাতার বৃষ্টিতে জলজমা পরিস্থিতি চিন্তায় রাখাছে ভবানীপুরবাসী ও রাজনৈতিক দলগুলিকে। 

  • 3/8

বৃষ্টির জেরে ভবানীপুরের বেশকিছু এলাকায় জমেছে জল। এই অবস্থায় ভোটকর্মী ও ভোটারদের বুথে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য বেশকিছু পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। 

  • 4/8

যে জায়গাগুলিতে জল জমেছে সেই জায়গাগুলি ইতিমধ্যেই কেএমসির সঙ্গে যৌথভাবে পরিদর্শন করে চিহ্নিত করেছেন কমিশনের আধিকারিকরা। 

  • 5/8

থাকছে পাম্প ও বোটের ব্যবস্থা। ভোটকর্মীদেরও রেনকোট দেওয়া হয়েছে কমিশনের তরফে। এদিন সেই রেনকোটে পরেই বুথে বুথে যেতে দেখা গেল ভোটকর্মীদের।

  • 6/8

এছাড়া ইভিএম (EVM) গুলিকে নিরাপদে রাখার জন্য ট্রন্সপারেন্ট পলিথিন ব্যাগে ভরার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 

  • 7/8

যদিও এই সবের মাঝে স্বস্তির খবর এটাই, আগামিকাল থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

  • 8/8

এদিকে উপনির্বাচনে যে কোনওরকম অশান্তি ও বিশৃঙ্খলা এড়াতেও তৎপর নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন। গোটা উপনির্বাচন পর্বে ভবানীপুরে জারি থাকছে ১৪৪ ধারা। তাছাড়া ভোটের আগেরদিন সন্ধ্যায় শিবপুর লঞ্চঘাট সংলগ্ন বিভিন্ন হোটেল ও কলকাতা যাওয়ার পথে জোরদার নাকা চেকিংও করতে দেখা গেল পুলিশকে।

Advertisement
Advertisement