Advertisement

কলকাতা

Cyclone And Rain : ঠান্ডার মধ্যেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা, কোথায় কোথায় হবে বৃষ্টি?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jan 2024,
  • Updated 12:57 PM IST
  • 1/11

আবহাওয়া নিয়ে বড় আপডেট। একেই ঠান্ডায় কাঁপছে উত্তর ভারতের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গেও তাপমাত্রা ওঠানামা করছে। তারমধ্যেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা। 

  • 2/11

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে বৃষ্টি হবে।  দফায় দফায় সেই বৃষ্টি চলতে থাকবে। দিনে বৃষ্টি হলেও, রাতে বর্ষণ আরও বাড়বে।

  • 3/11

এই বৃষ্টির সম্ভাবনা আছে চেন্নাই সহ দক্ষিণ ভারতের নানা জায়গাতে। স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার চেন্নাই, চেঙ্গলপাট্টু এবং কাঞ্চিপুরম জেলার বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টি হবে।

  • 4/11


স্থানীয় এক আধিকারিক জানান, উত্তর-পূর্বের বাতাসের সাথে দক্ষিণ-পূর্বের বাতাসের মিলন এবং বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সঞ্চালন শহরের উপর বৃষ্টি বয়ে আনছে।

  • 5/11

এদিকে উত্তর ভারতেও  তাপমাত্রার পারদ ক্রমশই নিম্নমুখী। রবিবার বিক্ষিপ্তভাবে উত্তর প্রদেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে। 

  • 6/11

আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে সমতল অংশের তাপমাত্রা। 

  • 7/11

এদিকে পশ্চিমবঙ্গেও তাপমাত্রা ক্রমশ কমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে ৩ দিন রাজ্যের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে নামবে।

  • 8/11

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ভোরের দিকে কোথাও কোথাও হাল্কা কুয়াশা থাকতে পারে।

  • 9/11

আবহাওয়া দফতরের পূর্বাভাস, যেখানেই বৃষ্টি হবে সেখানেই ঠান্ডা বাড়বে। ঠান্ডা বাড়বে সমতল ভূমিতেও। 

  • 10/11

তালিকায় রয়েছে অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব, পশ্চিম রাজস্থান। এই জায়গাগুলিতে ঠান্ডাও বাড়বে।

  • 11/11

 ভারতীয় মৌসম ভবন আইএমডি জানিয়ে দিয়েছে বর্তমানে গোটা দেশেই শীত জাকিয়ে নামছে।

Advertisement
Advertisement