Advertisement

কলকাতা

Rain Forecast West Bengal : ঠান্ডার মধ্যেই মঙ্গলবার থেকে দিনভর বৃষ্টি, দার্জিলিংয়ে তুষারপাত; বড় আপডেট

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jan 2024,
  • Updated 5:57 PM IST
  • 1/11

আবহাওয়া নিয়ে বড় আপডেট। এই ঠান্ডার মধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। আর সেই বৃষ্টি চলতে পারে লাগাতার। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  

  • 2/11

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায়? দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে কমবেশি। 

  • 3/11

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। 
 

  • 4/11

আবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার।

  • 5/11

তবে পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 6/11

আবার বুধ ও বৃহস্পতিবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। 

  • 7/11

বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধ ও বৃহস্পতিবার। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

  • 8/11

পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খণ্ডের উপর অবস্থান করবে। অন্যদিকে বঙ্গোপসাগরে হাইপ্রেসার জোন তৈরি হবে। আগামীকাল বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। 

  • 9/11

পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে পূবালী গরম হাওয়ায় সংস্পর্শেই বৃষ্টি হবে রাজ্যে।

  • 10/11

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামীকাল সকালেও ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। তাপমাত্রা এরকমই থাকবে। আগামীকালও শীতের দাপট থাকবে সকালের দিকে। 

  • 11/11

বুধ ও বৃহস্পতিবার ১৬-১৭ ডিগ্রিতে পৌঁছে যাবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায়। আকাশে মেঘ না থাকবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বাড়বে রাতের তাপমাত্রা। ২০ জানুয়ারি পর্যন্ত এই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement