Advertisement

পশ্চিমবঙ্গ

Rain in Bengal: আজও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে, ভারী বৃষ্টি কোথায় কোথায়?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2022,
  • Updated 7:04 AM IST
  • 1/8

Weather Update: রোদ, মেঘলা আকাশ ও মাঝেমধ্যে হালকা বৃষ্টি, গোটা জুলাই মাস জুড়েও ভারী বৃষ্টির দেখা নেই। কবে ভারী বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গ? এখন তাই লাখ টাকার প্রশ্ন। এদিকে প্রবল বৃষ্টিতে ভাসছে গুজরাত, মুম্বই সহ দেশের অন্য রাজ্যগুলি। এমনকি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হচ্ছে।
 

  • 2/8

কবে হতে পারে ভারী বৃষ্টি? কতটা ঘাটতি এই মরসুমের বর্ষায়? ইতিমধ্যেই তা জানিয়েছে আবহাওয়া অফিস।
 

  • 3/8

আবহাওয়া অফিস অনুসারে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে। রবি ও সোমবার উপকূলীয় জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ।
 

  • 4/8

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, জুন মাস থেকে দক্ষিণবঙ্গে ৫০ শতাংশ ঘাটতি। আগামী দিনেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 
 

  • 5/8

আজ, কলকাতা সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে।
 

  • 6/8

উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে। তবে, জলপাইগুড়ি ও কালিম্পঙে খুব অল্প ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
 

  • 7/8

এ সপ্তাহে আর তেমনভাবে বৃষ্টির বড়সড় কোনও পরিবর্তন নেই। তবে আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে বৃষ্টি খানিকটা হলেও বাড়তে পারে।
 

  • 8/8

আপাতত অপেক্ষাতেই রাখছে বৃষ্টি। সেক্ষেত্রে অগাস্ট মাসে বৃষ্টি কতটা বাড়তে পারে, তাই দেখার। আপাতত অপেক্ষাতেই থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।
 

Advertisement
Advertisement