Advertisement

কলকাতা

Kolkata Market Rate Today: পুজোর মুখে দাম কমছে পাঁঠার মাংসের? জানুন আজকের বাজারদর

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Oct 2021,
  • Updated 11:22 AM IST
  • 1/8

পুজোর বাকি আর মাত্র কটা দিন। এখন কেমন বাজারদর কলকাতায়। সবজি থেকে মাছ, মাংস দেখে নিন আজকের বাজারদর। তবে স্থানীয় ভাবে বাজারে ও পাইকারি হারে এই দামের কিছুটা হেরফের হতে পারে (সব ছবি ফাইল)

  • 2/8

জ্যোতি আলু ১১-২০  টাকা প্রতি কিলো, চন্দ্রমুখী আলু ১৪-১৮ টাকা কিলো, পেঁয়াজ প্রতি কিলো ৩৩-৪১ টাকা, আদা প্রতি কিলো ২৪০ টাকা, কাঁচালঙ্কা প্রতি কিলো ১০০ টাকা।

  • 3/8

বিনস ১ কেজি ৮০ টাকা, করলা ১ কেজি ৬০ টাকা, ক্যাপসিকাম ১ কেজি ৫৫ টাকা। 

  • 4/8

কুমড়ো প্রতি কিলো ২৫-৩০ টাকা, লাউ প্রতি কিলো ৩০-৪০ টাকা, পেঁপে ২১-৩০ টাকা কিলো, গাজর প্রতি কিলো ২৫-৩৫ টাকা, টমেটো প্রতি কিলো ৩৫-৫৫ টাকা। 

  • 5/8

বাঁধাকপি প্রতি কেজি ২০-২৫ টাকা, গাঁটি কচু ৪০ টাকা কিলো, ফুলকপি ১ পিস ৪৫ টাকা।
 

  • 6/8

চিংড়ি ১ কেজি ৩০০ টাকা, তেলপিয়া ১ কেজি ৩৫০ টাকা।  
 

  • 7/8

মুরগির ডিম ১ পিস ৫.৫০ টাকা, হাঁসের ডিম ১০ টাকা

  • 8/8

মুরগির মাংস ১৮০টাকা কিলো, পাঁঠার মাংস ৬৬০ টাকা কিলো।
 

Advertisement
Advertisement