Advertisement

কলকাতা

Kolkata Market Rate Today: পুজোর মুখে কমল ইলিশের দাম? জানুন আজকের বাজারদর

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Oct 2021,
  • Updated 10:02 AM IST
  • 1/10

দুর্গাপুজোর ষষ্ঠীর আর মাত্র ১ দিন বাকি। এই সময় বাজারের দর কেমন? কোন সবজির দাম কমেছে, কোথাও বা বেড়েছে। এই সময় মাংস থেকে মাছের কেনাকাটি বেশি হয়। একনজরে দেখে নিন আজকের বাজারদর। তবে এই দরের সঙ্গে স্থানীয় ও পাইকারি বাজারের দামের দর কিছুটা হলেও হেরফের হতে পারে। (সব ছবি প্রতীকী)

  • 2/10

টমেটো কেজি প্রতি ৪৫ টাকা, বিনস কেজি প্রতি ৮০ টাকা, করল কেজি প্রতি ৬০ টাকা, বেগুন কেজি প্রতি ৪০ টাকা। 
 

  • 3/10

বাঁধাকপি কেজি প্রতি ২৫ টাকা, ক্যাপসিকাম কেজি প্রতি ৫৫ টাকা, গাজর কেজি প্রতি ৫০ টাকা, ফুলকপি একটির দাম ৪৫ টাকা।

  • 4/10

ধনে পাতা এক আঁটি ২০ টাকা, শসা ১ কেজি ৩০ টাকা, পেঁয়াজ ১ কেজি ২৫ টাকা, আলু ১ কেজি ২০ টাকা। 

  • 5/10

মূলো ১ কেজি ৩০ টাকা, চিচিঙ্গা ১ কেজি ২৫ টাকা, মিষ্টি আলু ১ কেজি ২৫ টাকা, ঝিঙ্গে ১ কেজি ২০ টাকা

  • 6/10

আপেল ১ কেজি ২২০ টাকা, নারকেল ১ পিস ৩০ টাকা, আম ১ কেজি ৭০ টাকা।

  • 7/10

কমলালেবু ১ কেজি ৭০ টাকা,  আঙুর ১ কেজি ৮০ টাকা, তরমুজ ১ কেজি ২৫ টাকা, কলা ১ কেজি ৬৫ টাকা। 
 

  • 8/10

মুরগির ডিম ১ পিস ৫.৫০ টাকা, হাঁসের ডিম ১০ টাকা, ইলিশ মাছ ১৭০০ টাকা কেজি।
 

  • 9/10

কাঁকড়া ১ কেজি ১৫০ টাকা, পমফ্রেট ১ কেজি ৬০০ টাকা, চিংড়ি ১ কেজি ৩০০ টাকা, তেলাপিয়া ১ কেজি ২০০ টাকা, 

  • 10/10

চিকেন (Boneless) ১ কেজি ২১০ টাকা,  চিকেন ১ কেজি ১৬০-২০০ টাকা, মটন ১ কেজি ৭৫০ টাকা।
 

Advertisement
Advertisement