Advertisement

কলকাতা

Kolkata Metro Sealdah Station : আজ থেকে চালু শিয়ালদা মেট্রো, সপ্তাহে সব দিন নয়

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2022,
  • Updated 6:23 AM IST
  • 1/12

Kolkata Metro Sealdah Station: নতুন উদ্বোধন করা শিয়ালদা স্টেশন থেকে ইস্ট-ওয়স্ট মেট্রো পরিষেবা বৃহস্পতিবার, ১৪ জুলাই থেকে শুরু হতে চলেছে। সেই দিন থেকে ইস্ট-ওয়স্ট মেট্রো করিডোরের (গ্রিন লাইন) শিয়ালদহ এবং সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনগুলোর মধ্যে দৈনিক ১০০টি করে ট্রেন চালানো হবে।

  • 2/12

প্রথম পরিষেবা:
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ৭টায়

  • 3/12

শেষ পরিষেবা:
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রাত ৯টা ৩৫ মিনিট
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ৯টা ৪০ মিনিট

  • 4/12

তবে এর মাঝে একটা চিন্তার ব্যাপারও আছে। আর সেটা হল এই অংশে রবিবারে কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।

  • 5/12

সোমবার শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করা হয়। মেট্রোর তরফ থেকে এ কথা জানানো হয়েছে।

  • 6/12

এর আগে ২৩ জুন শেষ হয়ে যায় কমিশনার অফ রেলওয়ে সেফটির দেওয়ী সময়সীমা। ২৩ মার্চ তার অনুমতি পাওয়া গিয়েছিল।

  • 7/12

তবে তারপর ফের সে জন্য আবেদন করে। নিয়ম অনুসারে অনুমতি পাওয়ার ৩ মাসের মধ্যে তা চালু করে দিতে হয়।

  • 8/12

তবে কলকাতা মেট্রো তা করতে পারেনি। তাই নতুন করে আবেদন করতে হয়েছিল। এবার অনুমোদন চলে এসেছিল। 

আরও পড়ুন: 'নিউ ইয়ারে আমি খাইয়ে দেব,' বিহারে বিষ মেশানো খাবার দিয়ে স্ত্রীকে খুন

আরও পড়ুন: কাঁচা বাদাম এবার ভোজপুরিতে, রাকেশ মিশ্রার ভিডিও VIRAL

আরও পড়ুন: বাংলায় নয়া COVID-বিধি, বার-রেস্তোরাঁ কতক্ষণ খোলা থাকবে?

  • 9/12

আরও বেশি করে নন-ফেয়ার রেভিনিউ (NFR) উপার্জনের জন্য় মেট্রো রেলওয়ে ডিটিডিসি এক্সপ্রেস লিমিটেড  (DTDC)-এর সঙ্গে চুক্তি করেছে। 

  • 10/12

কলকাতা মেট্রো রেলওয়ে শিয়ালদহ মেট্রো স্টেশনের দেড় হাজার বর্গফুট জায়গা ডিটিডিসিকে অফার করেছে। ডিটিডিসি স্টেশনের কো-ব্র্যান্ডিংয়ের অধিকার পেয়েছে। এবং স্টেশনের নাম যেখানে থাকবে, সেখানে স্টেশনের নামের সঙ্গে তাদের ব্র্যান্ডের নাম, লোগো (আগে বা পরে) যোগ করতে পারে। তারা স্টেশনের সমস্ত প্রবেশ ও প্রস্থান গেটে তাদের ব্র্যান্ডের লোগো, রং এবং নাম রাখতে পারে।

  • 11/12

ওই সংস্থা ব্র্যান্ডিং/বিজ্ঞাপনের জন্য কলকাতা মেট্রোর এখনকার কাঠামোকে এক রেখে যেখানেই সম্ভব প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর, পিলার, প্রবেশ/প্রস্থান গেটএবং প্ল্যাটফর্মের রপ্রাইম/প্রধান স্থানগুলি ব্যবহার করতে পারবে। 

  • 12/12

এগুলো ছাড়াও DTDC স্টেশনের সবচেয়ে ফ্লোর স্পেসে প্রচারের জন্য তাদের কিয়স্ক বসাতে পারবে। এবং স্টেশনগুলির প্রবেশ/প্রস্থান কাঠামোর পাশাপাশি ভিতরের ব্র্যান্ডিং করার অধিকারও পাবে। এটা কলকাতা মেট্রো রেলওয়ের ১২তম স্টেশন, যেটা কো-ব্র্যান্ড করা হয়েছে। এই ধরনের উদ্যোগ আগামী তিন বছরের জন্য যথেষ্ট রাজস্ব আনা যাবে। যা স্টেশনের নান্দনিকতাকেও উন্নত করবে। এমনই মনে করছে মেট্রো। 

Advertisement
Advertisement