Advertisement

কলকাতা

PHOTOS: সিলিন্ডার বিস্ফোরণ-লেলিহান শিখা-মানুষের হাহাকার! বাগবাজারে ভয়াবহ আগুনের কিছু ছবি রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • 13 Jan 2021,
  • Updated 10:43 PM IST
  • 1/7

সারদা মায়ের বাড়ির উদ্বোধনী কার্যালয়ে এই মুহূর্তে কুলিং প্রসেস চলছে। উদ্বোধন কার্যালয় খালি করা হয়েছে ইতিমধ্যেই।

  • 2/7

বিধ্বংসী আগুনে ছারখার হয়ে গেল বাগবাজারের ব্রিজ সংলগ্ন বস্তি। ৩ ঘণ্টার উপর হতে চলল, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। ছবি-- সংগৃহীত
 

  • 3/7

ঘিঞ্জি এলাকা হওয়ায় আশপাশের কিছু বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ হয়েছে মায়ের বাড়ির কিছুটা অংশ। ছবি-- সংগৃহীত
 

  • 4/7

গিরিশপার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত বন্ধ যান চলাচল। অগ্নিকাণ্ডের জেরে উত্তরমুখী রাস্তায় যান চলাচল বন্ধ। ঘটনাস্থলে দমকলের ২৫টির বেশি ইঞ্জিন। ছবি-- সংগৃহীত

  • 5/7

সারদা মায়ের বাড়ির পূর্ব দিকে ওই বস্তিটি রয়েছে। হাওয়ার কারণে পুড়ে খাক হয়ে যায় সব কিছু। দমকলের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ছবি-- সংগৃহীত
 

  • 6/7

মায়ের বাড়ির এক ব্যক্তি জানান, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে ওই বস্তিতে। ধোঁয়ায় ঢেকেছে মায়ের বাড়ির বইয়ের গুদাম। মায়ের বাড়ির পিছনের অংশে উদ্বোধনী কার্যালয়ে আগুন লাগে। ছবি-- সংগৃহীত

  • 7/7

এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। লাইব্রেরি ও বেশ কিছু কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ছবি-- সংগৃহীত
 

Advertisement
Advertisement