পেট্রোল ও ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস। এবার তারা আন্দোলনের অভিনব পন্থা নিল।
এত দাম বৃদ্ধির কারণে পেট্রোল ও ডিজেল মারা গিয়েছে। এই কটাক্ষ করে তারা এবার শ্রাদ্ধঅনুষ্ঠান করছে। আর তার কার্ডও ছাপিয়েছে।
আর তারা সেই কার্ড পাঠাচ্ছে প্রধানমন্ত্রীকে। রীতিমতো পোস্ট অফিসে গিয়ে প্রধানমন্ত্রীর দিল্লির বাসভবনের ঠিকানায় সেই কার্ড পাঠালেন হুগলি জেলার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ।
তিনি আরও জানালেন, যতদিন না প্রধানমন্ত্রী শ্রাদ্ধ অনুষ্ঠানে আসবেন ততদিন তাঁরা কার্ড পাঠাতে থাকবেন।
কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেই টানা ২ দিন এই কর্মসূচি পালন করেছে তারা।
এর আগে রাস্তায় কাঠ কয়লার উনুনে রান্না করে বা সাইকেল চালিয়ে প্রতিবাদ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত, রাজ্যজুড়ে বিভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শাসকদল। তবে এভাবে কার্ড পাঠানোর ব্যবস্থা এই প্রথম। যা বেশ অভিনব, বলছেন অনেকেই।