Advertisement

কলকাতা

Smriti Irani Sector V To Sealdah Metro Inauguration : 'ফুলবাগানের মানুষ উপকৃত হবেন,' শিয়ালদহ মেট্রো উদ্বোধনে বাগচী পরিবারের 'স্মৃতি' ইরানির গলায়

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2022,
  • Updated 7:36 PM IST
  • 1/8

ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) প্রকল্পে সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ (Sector V To Sealdah Metro) লাইনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

  • 2/8

সোমবার প্রথমে শিয়ালদহ মেট্রো স্টেশনে যান তিনি। সেখানে মেট্রোতে কিছুটা সময় কাটান। এরপর সেখান থেকে যান হাওড়া। সেখানেই নতুন এই মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। 

  • 3/8

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ১,২৫০ কোটি টাকা খরচ করে এই প্রকল্প গড়ে উঠেছে। এর ফলে উপকৃত হবেন ফুলবাগানের ৩৫ হাজার মানুষ। 

  • 4/8

"শিয়ালদহ এশিয়ার ব্যস্ততম রেলওয়ে স্টেশন। পশ্চিমবঙ্গে প্রগতির নয়া রূপ তৈরি করাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য। জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে, পরিকাঠামো উন্নয়ন করতে যা প্রয়োজনীয় তা পূরণ করছে ভারত সরকার।"

  • 5/8

স্মৃতি আরও বলেন, "স্টেশনে আসার পথে এক মহিলা কোলে বাচ্চাকে নিয়ে আমার গাড়ি থামান। আমি তাঁকে জিজ্ঞাসা করি, আপনি আমায় দাঁড় করালেন কেন? তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে আমার নমস্কার জানাতে চাই। আপনি আমার নমস্কার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন।" 

  • 6/8

একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, "সল্টলেকে আমার দাদুর বাড়ি। বাগচী পরিবারের মেয়ে। আজ আমার দাদুর বাড়িতে মেট্রো যাবে। আমি সেই মেট্রোর ফিতে কাটছি, এটা আমার জন্য অনেক বড় সম্মান। এটা প্রধানমন্ত্রীর অনেক বড় আশীর্বাদ।" 

  • 7/8

স্মৃতি বলেন এই গোটা করিডরের কাজ যে ২০২৩-এ সমাপ্ত হবে তা এদিনের এই উদ্বোধন থেকেই প্রমাণিত হচ্ছে।

  • 8/8

একইসঙ্গে এই ঐতিহাসিক মুহূর্তে সামিল হওয়ার সুযোগ পেয়ে সবাইকে ধন্যবাদ জানাতেও ভোলেননি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

আরও পড়ুন -  ছবিতে লুকিয়ে একটি প্রাণী, ৩০ সেকেন্ডে খুঁজতে পারবেন? অনেকেই ব্যর্থ হয়েছেন

Advertisement
Advertisement