Advertisement

কলকাতা

Weather West Bengal : বাড়বে তাপমাত্রা-কমবে শীত, জানুয়ারির ঠিক কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jan 2024,
  • Updated 1:12 PM IST
  • 1/10

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ চলছে। অথচ এখনও শীত সেভাবে পড়েনি। গতকাল, বুধবার পর্যন্ত কলকাতায় স্বাভাবিকের ঘরেই ছিল তাপমাত্রা। ১৪ ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় তাপমাত্রা আরও কম ছিল। 

  • 2/10

তবে বৃহস্পতিবার তাপমাত্রা ফের বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,স্বাভাবিকের চেয়ে  কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বেশি। ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

  • 3/10

তবে সেই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।

  • 4/10

আবহাওয়া দফতর জানিয়েছে, এই তাপমাত্রা আরও বাড়তে পারে। অর্থাৎ চলতি সপ্তাহে তাপমাত্রা শীতের পরিপূরক থাকবে না। 

  • 5/10

আলিপুর আববহাওয়া দফতর জানিয়েছে, এর কারণ হল পাকিস্তানে পশ্চিমী ঝঞ্ঝা । সেই ঝঞ্ঝা শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। 

  • 6/10

তবে শীত ঠিক কবে ফিরবে তা নিয়ে এখনও তেমন কিছু আশ্বাস দিতে পারেনি আবহাওয়া দফতর। 

  • 7/10

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে ফের শীত ফিরতে পারে। সেক্ষেত্রে জানুয়ারির মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ হতে পারে। 
 

  • 8/10


প্রসঙ্গত, আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

  • 9/10

 উত্তরবঙ্গের ক্ষেত্রে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিঙে। 

  • 10/10

বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস

Advertisement
Advertisement