Advertisement

কলকাতা

মেট্রোর চাকা গড়াল দক্ষিণেশ্বর স্টেশন থেকে, যাত্রীদের অপেক্ষা আর কিছুদিনের

দীপক দেবনাথ
  • 23 Dec 2020,
  • Updated 3:31 PM IST
  • 1/5

বুধবার থেকে শুরু হল নোয়াপাড়া- দক্ষিণেশ্বর মেট্রো রেল পরিষেবার ট্রায়াল রান। সি.আর.এস এর সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত আপাতত কয়েকদিন ধরেই চলবে এই ট্রায়াল রান।

  • 2/5

কোথাও কোনও ত্রুটি থাকলে বা সংযোজনের দরকার হলে তা তড়িঘড়িই করে ফেলা হবে। আর তারই তদারকি করছেন রেল কর্মকর্তারা।  এই দেখভালের সরোজমিনে রয়েছে কোলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী।
 

  • 3/5

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটি আদতে মন্দিরের কায়দাতেই বানিয়ে তোলা হয়েছে। কালীপুজোয় দক্ষিণেশ্বর মেট্রো চালু করা সম্ভব হয়ে ওঠেনি। এই স্টেশনটিতে আধুনিকতায় বেশি জোর দেওয়া হয়েছে। 

  • 4/5

দক্ষিণেশ্বর ও নোয়াপাড়া স্টেশনের মাঝে পড়বে বরানগর। এর উচ্চতা ৫৫ ফুটেরও বেশি। জানা যাচ্ছে, কলকাতা মেট্রোর এখনও পর্যন্ত এটিই সবথেকে উঁচু মেট্রো স্টেশন। 

  • 5/5

 এখন বরানগর ও দক্ষিণেশ্বর মেট্রোর দিকে তাকিয়ে শহরের বাসিন্দাদের এক বিরাট অংশ। এই লাইনে মেট্রো একবার চালানো শুরু হলেই বিরাট সুবিধা পাবেন অনেকে।

Advertisement
Advertisement