Advertisement

কলকাতা

Weather Forecast : দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে মিলবে স্বস্তি ?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Apr 2022,
  • Updated 7:44 AM IST
  • 1/9

Weather Forecast : আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ তারিখ থেকে দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়ের পাশাপাশি বৃষ্টি হবে।

  • 2/9

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী শনিবার ৫ জেলায় ঝড়ের পাশাপাশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। 

  • 3/9

তাপমাত্রার বড় রকমের কোনও পার্থক্য হবে না।  ১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ৪টি জেলায় তাপপ্রবাহ চলবে।

  • 4/9

পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে চলবে তাপপ্রবাহ। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

  • 5/9

গোটা এপ্রিল মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি। উল্টে তাপপ্রবাহের জেরে নাজেহাল হয়েছে সাধারণ মানুষ।
 

  • 6/9

কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও, পুড়ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি।

  • 7/9

হাওয়া অফিস জানিয়েছে, ২ তারিখ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

  • 8/9

এর আগে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টি হয়নি।  উল্টে তাপপ্রবাহের জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

  • 9/9

বৃষ্টি হলে অনেকটাই স্বস্তিতে ফিরবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। 

Advertisement
Advertisement