Advertisement

কলকাতা

Bhaiphota Weather : আবহাওয়ার বড়সড় বদল, ভাইফোঁটা থেকে রাতভর বৃষ্টি দক্ষিণবঙ্গের ৯ জেলায়

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2023,
  • Updated 1:21 PM IST
  • 1/8

বাংলার আবহাওয়া নিয়ে বড় আপডেট। কালীপুজো কাটল নির্বিঘ্নে। তবে ভাইফোঁটার সময় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আর সেই বৃষ্টি চলবে টানা। 

  • 2/8

দক্ষিণবঙ্গের ৯ জেলাতে এই বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে বৃষ্টি শুরু হবে। আর সেই বৃষ্টি চলতে পারে রাতভর

  • 3/8


আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টি চলতে পারে টানা শুক্রবার পর্যন্ত। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। 

  • 4/8


তালিকায় রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। 

  • 5/8

তবে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে বৃহস্পতিবার থেকেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 6/8

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মোট ৯ জেলাতে বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলি হল, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া। 

  • 7/8


 এই বৃষ্টি চলতে পারে রাতভর। দক্ষিণবঙ্গের এই ৯ জেলাতে কোথায় বিক্ষিপ্ত আবার কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। 

  • 8/8

আবহাওয়া দফতর আগে জানিয়েছিল, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে নয়া সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আর সেই নিম্নচাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তা জানিয়ে দিল আবহাওয়া দফতর। মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 

Advertisement
Advertisement