Advertisement

পশ্চিমবঙ্গ

Winter Forecast: চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত? কী বলছেন আবহাওয়াবিদরা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2023,
  • Updated 6:54 AM IST
  • 1/10

দুপুরে গরম। আবার সকাল-সন্ধ্যায় শীতের আমেজ। বর্তমানে কলকাতা তথা দক্ষিণবঙ্গে পরিস্থিতি এমনই।

  • 2/10

এমন অবস্থায় অনেকেই জানতে চাইছেন, শীতকাল কবে আসছে? নাকি এমনই 'শীতের আমেজ' বা হেমন্তকাল চলবে। 

  • 3/10

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পারদ দ্রুত নামতে পারে। 

  • 4/10

অর্থাৎ, এখনকার চেয়ে অনেকটাই কমবে তাপমাত্রা। তবে সেটাকেও কিন্তু খাতায়কলমে শীতকাল বলতে নারাজ হাওয়া অফিস।

  • 5/10

কলকাতায় চলতি সপ্তাহেই তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। 

  • 6/10

জেলা, কম ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে সাধারণ শহরের তুলনায় তাপমাত্রা কম থাকে। এক্ষেত্রেও তার অন্যথা হবে না।

  • 7/10

অর্থাৎ চলতি সপ্তাহের শেষ থেকেই হুডি-জ্যাকেট পরার মতো শীতের আমেজ এসে যাবে রাজ্যে। 

  • 8/10

একইসঙ্গে আপাতত আর কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তেরও সম্ভাবনা নেই রাজ্যে। ফলে তার জন্য শীতের আমেজে ব্যাঘাত ঘটবে না। 

  • 9/10

সাধারণত আকাশ মেঘলা থাকলে তাপমাত্রা হ্রাস বাধাগ্রস্ত হয়। চলতি সপ্তাহে আকাশ সাফ থাকায় সেই সম্ভাবনা নেই। 

  • 10/10

একইভাবে উত্তরবঙ্গেও চলতি সপ্তাহের শেষে আরও কিছুটা পারদ নামবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement