দুপুরে গরম। আবার সকাল-সন্ধ্যায় শীতের আমেজ। বর্তমানে কলকাতা তথা দক্ষিণবঙ্গে পরিস্থিতি এমনই।
এমন অবস্থায় অনেকেই জানতে চাইছেন, শীতকাল কবে আসছে? নাকি এমনই 'শীতের আমেজ' বা হেমন্তকাল চলবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পারদ দ্রুত নামতে পারে।
অর্থাৎ, এখনকার চেয়ে অনেকটাই কমবে তাপমাত্রা। তবে সেটাকেও কিন্তু খাতায়কলমে শীতকাল বলতে নারাজ হাওয়া অফিস।
কলকাতায় চলতি সপ্তাহেই তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।
জেলা, কম ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে সাধারণ শহরের তুলনায় তাপমাত্রা কম থাকে। এক্ষেত্রেও তার অন্যথা হবে না।
অর্থাৎ চলতি সপ্তাহের শেষ থেকেই হুডি-জ্যাকেট পরার মতো শীতের আমেজ এসে যাবে রাজ্যে।
একইসঙ্গে আপাতত আর কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তেরও সম্ভাবনা নেই রাজ্যে। ফলে তার জন্য শীতের আমেজে ব্যাঘাত ঘটবে না।
সাধারণত আকাশ মেঘলা থাকলে তাপমাত্রা হ্রাস বাধাগ্রস্ত হয়। চলতি সপ্তাহে আকাশ সাফ থাকায় সেই সম্ভাবনা নেই।
একইভাবে উত্তরবঙ্গেও চলতি সপ্তাহের শেষে আরও কিছুটা পারদ নামবে বলে মনে করা হচ্ছে।