Advertisement

কলকাতা

গভীর নিম্নচাপ! দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস

তপন কুমার নস্কর
  • কলকাতা ,
  • 28 Jul 2021,
  • Updated 5:23 PM IST
  • 1/7

রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু । তার সঙ্গে অবস্থান করছে নিম্নচাপও। ফলে বেশ কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টিপাত চলছে। (সব ছবি প্রতীকী, পিটিআই)

  • 2/7

হাওয়া অফিস জানিয়েছে,  এই মুহূর্তে নিম্নচাপ এখন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এর উপর অবস্থান করছে। এর ফলে আজ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানে অতি ভারি বৃষ্টি হবে।

  • 3/7

এছাড়া কলকাতা সহ বাকি জেলাতে ভারি বৃষ্টি হবে। ২৯ তারিখ পশ্চিম এর জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে  ভারি বৃষ্টি হবে। মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বুধ ও বৃহস্পতিবার।

  • 4/7

আগামী ২ তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি দফায় দফায় এমন বৃষ্টিপাত হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • 5/7

বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি জেলায়

  • 6/7

৩০ তারিখ কমলা সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়়া জেলায়।

  • 7/7

দক্ষিণবঙ্গের এই কটি জেলায় অতিবৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।

Advertisement
Advertisement