Advertisement

কলকাতা

Weather Update Bengal : নিম্নচাপ ও বর্ষার জোড়াফলা, বাংলায় আবহাওয়ার বিরাট বদল

Aajtak Bangla
  • 18 Jul 2023,
  • Updated 5:45 PM IST
  • 1/10

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। যা নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বৃষ্টি হতে পারে। 

  • 2/10


বাংলার আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট। বদলে যাবে আবহাওয়া। তেমনই মিলল ইঙ্গিত। নিম্নচাপ ও বর্ষা- এই জোড়াফলাতে আবহাওয়ার বদল ঘটতে পারে। একইসঙ্গে বর্ষার অক্ষরেখা রয়েছে। তার প্রভাবেও বৃষ্টি হতে পারে। তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই দুই সিস্টেমের প্রভাব সব থেকে বেশি থাকবে ওড়়িশায়।

  • 3/10


আবহাওয়া দফতর জানিয়েছে, এই দুই ওয়েদার সিস্টেমের কারণে বাংলার আকাশে কালো মেঘ থাকবে। আর ওড়িশার আবহাওয়ার কারণেই বাংলাতেও হবে বৃষ্টি। 

  • 4/10

আলিপুর হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়, যেহেতু এই দুই সিস্টেমের প্রভাব বাংলার দক্ষিণে পড়বে তাই বিরাট কিছু বৃষ্টি হবে

  • 5/10


উত্তর ও দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে তা বাড়তেও পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই বৃষ্টি ২১ তারিখেও হতে পারে। 

  • 6/10

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বাংলায় এখনও বর্ষা চলবে। কারণ, ঘাটতি আছে। উত্তরবঙ্গে ঘাটতি সেই অর্থে নেই। 

  • 7/10

২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে। সেদিন কি বৃষ্টি হবে ? ওই আধিকারিক জানান, সেদিন বৃষ্টি কম হবে। 

  • 8/10

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গেও। নদিয়া, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বৃষ্টি। 

  • 9/10

তবে বৃষ্টি হলেও বেশি হবে না সেদিন। মাত্র ঘণ্টাখানেক হবে। এক ঘণ্টা মতো। 

  • 10/10


হাওয়া অফিস আরও জানিয়েছে, ২১ জুলাই বৃষ্টি হলেও কম হবে।

Advertisement
Advertisement