বর্ষা এলেও দক্ষিণবঙ্গে তার প্রভাব নেই। আষাঢ়ের আকাশও রোদ ঝলমল। মেঘ হলেও বৃষ্টি নেই। তবে আগামী ৫ দিন সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে সুখবর শোনাল হাওয়া অফিস।
৫ দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
ওড়িশার উপকূলের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যার ফলে বজ্রবিদ্যু-সহ বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা ,দুই ২৪ পরগনা,দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বজ্রবিদ্যুৎ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী ৫ দিনে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পশ্চিমবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আজ, শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতা তাপমাত্রা সর্বোচ্চ ৩৩.৭ এবং সর্বনিম্ন ২৭.৭। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। থাকবে মেঘলা আকাশ। রয়েছে বৃষ্টির সম্ভাবনা।