বইছে হিমেল বাতাস। রাত বাড়তেই ঠান্ডা লাগছে গায়ে। টান ধরছে হাতে-পায়ে। মাঝ রাতে পাখা বন্ধ করেও দিতে হচ্ছে। এমনকি ফুল হাতা শার্টও পরছেন অনেকে। শীত কি তাহলে চলে এল?
কালীপুজোর রাতে দুর্যোগ আসেনি এ বঙ্গে। মঙ্গলবার থেকে আকাশে-বাতাসে হেমন্তের হাওয়া। রোদ উঠছে। সেই সঙ্গে হিমেল হাওয়া। সব মিলিয়ে শীত শীত ভাব।
সর্বনিম্ন পারদ নেমে ২০ ডিগ্রি সেলিসিয়াসের কাছাকাছি চলে গিয়েছ। সর্বোচ্চ অবশ্য এখনও ৩০-র কোটায়। তাহলে কি শীত আসছে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে আবহাওয়ায় কোনও পরিবর্তন হবে না। আকাশ থাকে শুষ্ক ও পরিষ্কার।
তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি এলাকায় থাকবে পরিষ্কার ও শুষ্ক আকাশ।
কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আগামী পাঁচ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
কলকাতা ও আশেপাশের এলাকায় দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর রাতের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।
জলবায়ু পরিবর্তনের জন্য এখন হেমন্ত আর উপভোগ করা হয়ে ওঠে না বাঙালির। তবে কালীপুজোর সময় হেমন্তের এমন ঠান্ডা ঠান্ডা ভাব উপভোগ করছেন শহরবাসী।
তবে তাপমাত্রা কমলেও দুই বঙ্গে শীত আসতে আরও কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সংশ্লিষ্ট মহলের মতে, মাঝ নভেম্বর হয়ে যেতে পারে শীত আসতে আসতে। ততদিন হিমেল হাওয়ায় উপভোগ