Advertisement

কলকাতা

Bengal Weather : মে মাসের প্রথম সপ্তাহেই ঘূর্ণাবর্ত, পূর্বাভাস হাওয়া অফিসের

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2022,
  • Updated 6:54 PM IST
  • 1/9

পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আরও ২ দিন তারপ্রবাহ থাকবে বলে জানাল আলিপুপ হাওয়া অফিস। বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে কাল তাপপ্রবাহ থাকবে। পূর্বাভাস হাওয়া অফিসের। 

  • 2/9

হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না। 

  • 3/9

তবে বীরভূম, নদিয়া মুর্শিদাবাদে কাল থেকে শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ২ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে সব জেলায় হবে না।

  • 4/9

হাওয়া অফিস জানিয়েছে, ৩ তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। বৃষ্টি জারি থাকবে। 

  • 5/9

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৪ এপ্রিল ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আন্দামান সাগরে । আর তা ৫-মে নিম্নচাপে পরিণত হতে পারে। 

  • 6/9

পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। 

  • 7/9

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, এখন যে তাপপ্রবাহ চলবে তা থেকে কিছুটা হলেও নিস্তার পাবে রাজ্যবাসী। ৩ দিন পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। 

  • 8/9

আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জেরে হতে পারে নিম্নচাপ। তাতে কি বাংলায় বৃষ্টি হবে? এই নিয়ে   সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখনই বলা সম্ভব নয় সেটা। ৪ তারিখের আগে সেটা বোঝা সম্ভব নয়।' 

  • 9/9

হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না যে, এই নিম্নচাপের প্রভাব রাজ্যে পড়বে কি না। তবে গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। 

Advertisement
Advertisement