আগামী ৫ দিন ঠান্ডার প্রভাব খুব বেশি থাকবে না, বরং বাড়তে পরে তাপমাত্রা, শুক্রবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস আরও জানাচ্ছে, আগামী ২-৩ দিন কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় আকাশ মূলত পরিস্কারই থাকবে।
দিনের দিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভবনা।
তবে আগামী ২৩ তারিখ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় হতে পারে হালকা বৃষ্টিপাত।
ওই দিন ভিজতে পারে উত্তরবঙ্গও (North Bengal)। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
তাছাড়া বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল সেটিও আজ ভোরের দিকে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে।
ফলে আগামিকাল ওড়িশার দিকে আকাশ মেঘলা থাকতে পারে বলেই জানাচ্ছেন আবহওয়াবিদরা।